মহানগর ডেস্ক অভাবনীয়! ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য আই ফোন কিনতে নিজেদের আট মাসের সন্তানকে বিক্রি করে দিলেন মা-বাবা। এমন চমকে দেওয়া ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে(Couple Sold Child For Buying iPhone)। তবে পুলিশ সাথী নামে ওই সন্তানের মা ও শিশুকে যে কিনেছে, সেই প্রিয়ঙ্কা ঘোষকে গ্রেফতার করেছে। যদিও শিশুর বাবা জয়দেব পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শিশু বিক্রির ঘটনাটি প্রথমে নজরে আসে কয়েকজন প্রতিবেশির। শিশুর পরিবারে অস্বাভাবিক আচরণ ও তাদের আট মাসের সন্তানকে দেখতে না পেয়ে তারা পুলিশে খবর দেন। প্রতিবেশিরা দেখতে পান আর্থিক সঙ্কটে জেরবার দম্পতি হঠাৎই একটি আই ফোন কিনেছে। সেইসঙ্গে শিশুটিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না।
জেরার মুখে সাথী জানায় তারা তাদের সন্তানকে বিক্রি করে সেই টাকায় তারা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য সেই টাকা খরচ করেছে। জানা গিয়েছে শিশুটির বাবা তাদের সাত বছরের ছেলেকেও বিক্রি করার চেষ্টা করেছিল। ঘটনাটি নিয়ে তদন্ত করছে পুলিশ। এদেশে প্রবল অভাবে সন্তান বিক্রির ঘটনা শোনা গিয়েছে। তবে আইফোন কেনার জন্য নিজেদের সন্তানকে বিক্রি করার ঘটনার কথা এর আগে শোনা যায়নি। তবে এদেশে এমন ঘটনা না ঘটলেও চিন ও অস্ট্রেলিয়ায় এ ধরণের ঘটনার কথা জানা গিয়েছে। ২০১৬ সালে চিনে আইফোন কেনার জন্য সদ্যোজাত সন্তানকে বিক্রি করে এক চিনা দম্পতি। সেবছরের মার্চ মাসে অস্ট্রেলিয়া কোর্ট জানিয়েছিল আইফোন কেনার জন্য এক মহিলা তাঁর ভ্রূণ থেকে সদ্য শিশুকে বিক্রি করতে চেয়েছিলেন। ওই মহিলার দুই শিশুকন্যাকে গাড়ির কাচ বন্ধ করে ন ঘণ্টা রেখে যান। ওই দুই শিশুকন্যার মৃত্যু হয়েছিল।