মহানগর ডেস্ক: মৃতের পরিবারের অভিযোগ আর্মহাস্ট স্ট্রিট থানায় পুলিশি অত্যাচারে মৃত্যু হয়েছে অশোককুমার সিংয়ের। আর ঘটনার সুবিচার চেয়ে ক্যালকাটা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। আদালতে তারা দাবি জানিয়েছে দেশের যেকোনও এইমসের মতো কেন্দ্রীয় সরকারের হাসপাতালে মৃতের ময়নাতদন্ত করতে হবে। সেইসঙ্গে অস্বাভাবিক মৃত্যুর রহস্য সামনে আনতে থানার ভেতরে সিসিটিভির ফুটেজ প্রকাশ করতে হবে। আদতে বিহারের বাসিন্দা, উত্তর কলকাতার পটুয়াটোলা লেনের বাসিন্দা মধ্যবয়স্ক অশোককুমার সিংকে একটি মোবাইল চুরির ঘটনায় আর্মহাস্ট স্ট্রিট থানায় ডেকে পাঠায় পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, থানায় অত্যাচারের ফলে অশোকের মৃত্যু হয়েছে। যদিও তাঁর পরিবারের অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে অশোকবাবুর হঠাৎ খিঁচুনি শুরু হয় এবং তিনি মারা যান।
বুধবার রাতে এই ঘটনায় ক্ষুব্ধ আত্মীয়রা এবং বাসিন্দারা পথ অবরোধ করলে উত্তেজনা ছড়ায়। সুবিচার চেয়ে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি টিএস শিবাঙ্গনাম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের এজলাসে আবেদন জানিয়েছে মৃতের আত্মীয়রা। বৃহস্পতিবার বা শুক্রবার দ্বিতীয়ার্ধে আবেদনের শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। আত্মীয় পরিজনদের সন্দেহ রাজ্য সরকার পরিচালিত কোনও হাসপাতালে ময়নাতদন্ত হলে কারচুপি ও প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারে। এদিকে এই ঘটনায় আসরে নেমেছে বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। তাঁর দাবি কমান্ড হাসপাতালে ময়না তদন্ত করতে হবে।