HomeCrimeবাড়ির সামনে খুন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান, দায় স্বীকার করল লরেন্স...

বাড়ির সামনে খুন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান, দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং

- Advertisement -

মহানগর ডেস্ক: ফের চর্চায় রাজস্থান। নির্বাচনে ফল প্রকাশের পরেই  রাজস্থানের একজন বিশিষ্ট রাজপুত নেতা খুন হয়েছেন। রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেডিকে নিজের বাড়িতেই গুলি করে হত্যা করা হয়েছে।  লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং খুনের দায় স্বীকার করেছে।

 জয়পুরের বাসভবনের বাইরে গুলি করে  খুন করা হয়েছে। রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেডি নিজের বাড়ির ঠিক বাইরে ছিলেন  তখন একটি স্কুটারে থাকা দুই ব্যক্তি গুলি চালায়। গোগামেডি এবং তার দুই সহযোগী  আহত  হন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা   গোগামেডিকে মৃত ঘোষণা করেন। রাজপুত করনি সেনা সংবাদ শিরোনামে উঠে আসে বলিউড সিনেমা পদ্মাবতের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে।  কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সদস্য রোহিত গোদারা কাপুরীসার মঙ্গলবার রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডিকে হত্যার দায় স্বীকার করেছে। করনি সেনা প্রধানকে তার বাড়ির ভিতরে গুলি করার কয়েক ঘণ্টা পর, রোহিত একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হত্যার দায় স্বীকার করেন।

জানা গেছে  মাথায় ও বুকে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে দেখা যায় একটি ভাঙা দরজা এবং মেঝেতে রক্তের দাগ।   কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, এই ঘটনায় তিনি হতবাক। তিনি বলেছেন, “আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি এবং তাকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার  করতে বলেছি। তিনি আরও বলেন,  রাজ্যকে অপরাধমুক্ত করা বিজেপি সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। গোগামেডি  ২০১৫ সালে লোকেন্দ্র সিং কালভির নেতৃত্বে কর্নি সেনা থেকে বিভক্ত হয়ে তার দল গঠন করেন।

Most Popular