HomeCrimeভোর রাতে প্রেমিকাকে গাড়ি চাপা দিয়ে পিষে মারার চেষ্টা,অভিযুক্ত সরকারি আমলার ছেলে!

ভোর রাতে প্রেমিকাকে গাড়ি চাপা দিয়ে পিষে মারার চেষ্টা,অভিযুক্ত সরকারি আমলার ছেলে!

- Advertisement -

মহানগর ডেস্ক: তখনও ঠিকমতো ভোর হয়নি। কাকভোরে জোর তর্ক শুরু হয়েছিল প্রেমিক-প্রেমিকার মধ্যে।তর্ক চলতে চলতেই গাড়ি চালিয়ে দিলেন প্রেমিকার গায়ের ওপর। রাগের বশে গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা করলেও প্রাণে বেঁচে গেলেন ছাব্বিশ বছরের যুবতী। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন প্রেমিকা। খুনের চেষ্টার অভিযোগে পুলিশ মামলা দায়ের করেছে অভিযুক্তের বিরুদ্ধে।

অভিযুক্ত যুবক এক প্রবীণ সরকারি আধিকারিকের ছেলে বলে জানিয়েছে পুলিশ। ডিসেম্বরের এগারো তারিখে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে শহরের একটি হোটেলের সামনে। কাসারভাদাভেলি থানার পুলিশ অভিযুক্ত অশ্বজিত গায়কোয়ার ও আরও দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে গত সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ গোলভাণ্ডার রোডের কাছে একটি হোটেলের কাছে যুবতীটি অশ্বজিতের সঙ্গে দেখা দেখা করতে গিয়েছিল। সেখানেই দুজনের মধ্য তুমুল তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির পর গাড়ির মধ্যে থাকা তাঁর জিনিসপত্র বের করে নেন যুবতী। তারপর চলে যাওয়ার উদ্যোগ নেন। তারপরই গাড়ির চালক তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করেন। যুবতী রাস্তায় পড়ে যান। পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। পরে আক্রান্ত যুবতী সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি বিস্তারিত জানান।

পুলিশ জানিয়েছে যুবতী এখন হাসপাতালে চিকিসাধীন। অভিযুক্ত একজন প্রবীণ সরকারি আমলার ছেলে। পুলিশ অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ তাঁর অভিযোগ নিতে চায়নি বলে সোশ্যাল মিডিয়ায় যে অভিযোগ করেছেন ওই মহিলা, তা সঠিক নয়। ঘটনার তদন্ত চলছে। এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

Most Popular