HomeCrimeদেওয়ালিতে পায়ে বাজি ফেটে মৃত যুবক!

দেওয়ালিতে পায়ে বাজি ফেটে মৃত যুবক!

- Advertisement -

মহানগর ডেস্ক: জোরকদমে চলছিল দেওয়ালি উৎসব। আলোর রোশনাই থেকে বাজি ফাটানো হচ্ছিল চারদিকে। বাজির শব্দে চারদিকে কান পাতা দায়। সেসময় প্রদীপ নামে এক ব্যক্তি লোহার পাইপ থেকে একটি পটকা টিপ করে মারে একজনকে। নাটু নামে এক ব্যক্তির পায়ে এসে আঘাত করে পটকাটি। বাজি পায়ে এসে লাগায় গুরুতর জখম হয় নাটু। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সাহিবাবাদে। ঘটনার পর সিসিটিভি সংগ্রহ করে প্রদীপ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার পরই রবিবার থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে প্রদীপ। পুলিশ জানিয়েছে প্রদীপ ও নাটু পরস্পরকে চিনতো। নভেম্বরের বারো তারিখে রাত এগারোটা নাগাদ পুলিশ খবর পায় হরেরাম নামে এক ব্যক্তির ছেলে প্রদীপ একটি পাইপের মধ্যে পটকা লাগিয়ে নাটুকে লক্ষ্য করে মারে। তার সামনেই দাঁড়িয়েছিল নাটু। তার পায়ে গিয়ে পটকাটি লাগে। পটকা ফেটে পায়ে শিরা ছিড়ে যায়। তার পা থেকে রক্ত পড়তে থাকে। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নাটুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের একটি টিম গড়া হয়েছে।

. .

 

Most Popular