HomeCrimeভয়ানক, স্ত্রীর মাথা কেটে হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

ভয়ানক, স্ত্রীর মাথা কেটে হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

- Advertisement -

মহানগর ডেস্ক: ভয়ঙ্কর ঘটনা। স্ত্রীর মুণ্ডু কেটে নিয়ে থানায় গেল এক ব্যক্তি। ঘটনা সামনে আসার পরেই শিউরে উঠেছেন অনেকেই।  শনিবার ওড়িশার নয়াগড় জেলায় একজন ৩৫ বছর বয়সী ব্যক্তি স্ত্রীর উপর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর সন্দেহ করে খুন  করেছে(Kills Wife) এবং তার কাটা মাথা নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।

পুলিশ জানিয়েছে অভিযুক্তকে অর্জুন বাঘা নামে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীর কাটা মাথা নিয়ে বানিগোছা থানায় ঢুকে আতঙ্কের সৃষ্টি করে।  বিদাপাজু গ্রামের বাসিন্দা বাঘা পুলিশকে জানিয়েছেন যে তিনি তার স্ত্রী ধরিত্রী (৩০)-কে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার সন্দেহে করে খুন করেছেন। অভিযুক্ত নিজের স্ত্রীকে খুন করারা জন্য   একটি ধারালো অস্ত্র ব্যবহার করে এবং তারপরে তার মাথা কেটে ফেলে। বানিগোছা থানার ইনচার্জ-ইন্সপেক্টর লক্ষ্মণ দণ্ডসেনা বলেছেন, “মস্তকবিহীন ধড়ও উদ্ধার করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।”

Most Popular