HomeCrimeOld Woman Raped: রাজধানীতে পঁচাশি বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ব্লেড দিয়ে ফালা ফালা...

Old Woman Raped: রাজধানীতে পঁচাশি বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ব্লেড দিয়ে ফালা ফালা করা হল গাল!

- Advertisement -

মহানগর ডেস্ক: অমানবিক! রাজধানীতে পঁচাশি বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করার পর মারা হল মুখে ঘুসি (Old Woman Raped)। ব্লেড দিয়ে ছিড়ে দেওয়া গাল। নৃশংস ঘটনাটি ঘটেছে দিল্লির শাকুরপুর এলাকায়। শাকুরপুকুরে একটি বস্তিতে থাকেন ওই বৃদ্ধা মহিলা। অভিযোগ এক ব্যক্তি ভোর চারটে নাগাদ তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে।

এই ঘটনার পর দিল্লি কমিশন ফর উইমেন সিটি পুলিশকে নোটিশ জারি করেছে। ডেপুটি কমিশনার অব পুলিশ (উত্তর পশ্চিম) জেলাকে জারি করা নোটিসে জানানো হয়েছে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি দুষ্কৃতী। বৃদ্ধার মুখে ঘুসি মারার পর তাঁর ঠোঁট ব্লেড দিয়ে চিরে ফেলে সে। তারপর তাঁকে গলা টিপে মারা চেষ্টা করে। বৃদ্ধার শরীর ও গোপনাঙ্গেও আঘাত করা হয়। কমিশন দায়ের করা এফআইআরের কপি তলব করেছে পুলিশের কাছ থেকে।

সেইসঙ্গে ওই জেলায় যেসব বয়স্ক মহিলা রয়েছে, তার একটি তালিকাও চাওয়া হয়েছে। আগামী পাঁচ তারিখের মধ্যে এ ব্যাপারে অ্যাকশন টেকেন রিপোর্টও চেয়ে কমিশন। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানীর মতো জায়গায় এ ধরণের ঘটনা স্থানীয়দের মনে বয়স্ক মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।  

 

Most Popular