HomeCrimeSon Killed Mother: মোবাইলে অন্য কারোকে টেক্সট মেসেজ, কুঠার চালিয়ে মাকে খুন...

Son Killed Mother: মোবাইলে অন্য কারোকে টেক্সট মেসেজ, কুঠার চালিয়ে মাকে খুন ছেলের

- Advertisement -

মহানগর ডেস্ক: সতেরো বছরের ছেলের মোবাইলে অন্য কারোকে টেক্সট মেসেজ করছিলেন মা। তা থেকে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল ছেলে। তারপর মাকে কুঠার চালিয়ে খুন করল সে। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই টাউনশিপে। পুলিশ জানিয়েছে ছেলে প্রথম থেকেই মায়ের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতো। এনিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

রবিবার রাতে খাওয়ার সময় বাড়িতে কেউ ছিল না। সেসময় ছেলে দেখতে পায় মা তার মোবাইল থেকে কারোকে মেসেজ করেছেন। তা দেখেই মাথায় আগুন চড়ে যায় ছেলের। ঘরে থাকা কুঠার নিয়ে মাকে আঘাত করে। কুঠারের আঘাতে মেঝেয় লুটিয়ে পড়েন মা। মেঝে রক্তে ভেসে যায়। ঘটনার সময় ঘরে পরিবারের আর কেউ ছিলেন না।

গুরুতর জখম ওই মহিলাকে ভিওয়ান্দিতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত ছেলেকে এখনও ধরতে পারেনি তারা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   

Most Popular