মহানগর ডেস্ক: তার ইনস্টারিলে সুনামির মতো হাজার হাজার ঘৃণামূলক মন্তব্য। সহ্য করতে না পেরে আত্মঘাতী হল একটি ষোলো বছরের কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। প্রাংশু নামে নিজেকে শিল্পী দাবি করা কিশোরটি উজ্জয়িনী থেকে মেক আপ আর্টিস্ট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিল। সে একটি ইনস্টাগ্রাম চালাতো। সেখানে মেকআপ ও সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে পোস্ট করতো।
দেওয়ালিতে শাড়ি পরে তার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিল প্রাংশু। মেড ইন হেভেন ওয়েব সিরিজে অভিনেতা ত্রিনেত্রা হালদার গুম্মারাজুর দাবি প্রাংশুর কমেন্ট সেকশনে টার হাজারের ঘৃণামূলক মন্তব্য জমা পড়ে। তাতে রীতিমতো মুষড়ে পড়ে প্রাংশু। সহ্য করতে না পেরে সে চরম পথ বেছে নেয়। প্রাংশুর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা ১৬.৫০০ জন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম গ্লামিটআপউইথপ্রাংশু। অভিনেতা ত্রিনেত্রা জানিয়েছেন মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের মতো অনলাইন প্ল্যাটফর্ম বারবার এলজিবিটিকিউ কমিউনিটির মানুষদের নিরাপদ জায়গা দিতে ব্যর্থ হচ্ছে।
তাঁর দাবি জাস্টিসফরপ্রাংশুতে কোনও পোস্ট হয়নি। কারণ সেটি কমিউনিটি সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করেছে। প্রাংশুর অকাল মৃত্যুতে বারবার এলজিবিটিকিউ কমিউনিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁদের কথায়, ইনস্টাগ্রাম,এক্স, ফেসবুক সাইবার নিগ্রহ মোকাবিলা করতে যথেষ্ট নয়। নাগঝিরি থানার ইনচার্জ জানিয়েছেন আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। ২০২১ সালে মেটা ছেড়ে দেওয়া মেটার প্রাক্তন এগজিকিউটিভ আর্থার বেজার দাবি করেছেন ইনস্টাগ্রাম মৌলিকভাবে সাধারণ মানুষকে কিশোরদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্ত করে চলেছে। এ মাসের শুরুতে মার্কিন সেনেটরদের কাছে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, সতেরো বছরের কিশোর-কিশোরীদের জন্য ইনস্টাগ্রাম উপযুক্ত নয়।