HomeCrimeThree Women Gang Raped: হরিয়ানায় পরিবারের সামনেই গণধর্ষিতা তিন মহিলা, লুঠ দুষ্কৃতীদের

Three Women Gang Raped: হরিয়ানায় পরিবারের সামনেই গণধর্ষিতা তিন মহিলা, লুঠ দুষ্কৃতীদের

- Advertisement -

মহানগর ডেস্ক: পরিবারের লোকজনের চোখের সামনেই তিন মহিলাকে গণধর্ষণ করল চার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী (Three Women Gang Raped)। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে। বুধবার শেষ রাতে সশস্ত্র চার দুষ্কৃতী নিয়ে ওই বাড়িতে ঢোকে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছাড়াও ধারালো অস্ত্র ছিল। চার দুষ্কৃতী জোর করে ওই বাড়িতে ঢোকে। তারপর তিন মহিলার পরিবারের লোকদের দড়ি দিয়ে বাঁধে। বাঁধার পর চারজনে গণধর্ষণ করে।

গণধর্ষণের পর নগদ টাকা ও গয়না নিয়ে তারা পালিয়ে যায়। আরেকটি পৃথক ঘটনায় বুধবার শেষ রাতের দিকে যে বাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটে, সেখান থেকে এক কিলোমিটার দূরে এক দম্পতির বাড়িতে ঢুকে অসুস্থ মহিলার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। হামলায় মৃত্যু হয় মহিলার। এরপর তাঁর স্বামীর টাকা পয়সা ও মোবাইল নিয়ে পালায়। পুলিশের সন্দেহ ঘটনাটি ওই চার দুষ্কৃতীই ঘটিয়েছে। মতলাউদা থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন একই গ্রামে ওই দুটি ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনও গ্রেফতার হয়নি। এই দুটি পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

.

 

Most Popular