Home Education এবার থেকে সরাসরি দেওয়া যাবে নেট পরীক্ষা, করা যাবে পিএইচডিও! জানুন বিস্তারিত

এবার থেকে সরাসরি দেওয়া যাবে নেট পরীক্ষা, করা যাবে পিএইচডিও! জানুন বিস্তারিত

নেট পরীক্ষা বছর ২ বার হয়।

by Pallabi Sanyal
36 views

মহানগর ডেস্ক : সরাসরি নেট পরীক্ষায় বসার সুযোগ থেকে মিলবে পিএইচডি করার সুযোগও। তবে তার জন্য ৪ বছরের স্নাতকের ডিগ্রি থাকতে হবে। এমনটাই জানালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জগদেশ কুমার জুনিয়র রিসার্চ ফেলোশিপ থাকুক বা না থাকুক পিএইচডি করার জন্য,চার বছরের স্নাতক কোর্সে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর বা সমমানের গ্রেডের প্রয়োজন।এতদিন পর্যন্ত, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের একজন প্রার্থীর ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন ছিল।

ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন,’চার বছরের স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এখন সরাসরি পিএইচডি করতে এবং নেট পরীক্ষা দিতে পারেন। এই ধরনের প্রার্থীরা যে বিষয়ে নিজেদের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তাঁর বাইরেও অন্যান্য বিষয়ে তাঁদেরকে এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।যে প্রার্থীরা চার বছর বা আট-সেমিস্টারের স্নাতক ডিগ্রি প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন তাদের একটি পয়েন্ট স্কেলে ন্যূনতম ৭৫ পিসি নম্বর বা সমতুল্য গ্রেড থাকতে হবে যেখানে গ্রেডিং সিস্টেম অনুসরণ করা হয়।’

নেট পরীক্ষা বছর ২ বার হয়।প্রতি বছর জুন এবং ডিসেম্বরে এই পরীক্ষা হয়।এর স্কোরগুলি বর্তমানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান করতে এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের যোগ্যতা হিসেবে ব্যবহার করা হয়।এই বছরের শুরুতে, ইউজিসি ঘোষণা করেছিল যে পৃথক প্রবেশিকা পরীক্ষার প্রয়োজনীয়তা দূর করতে ২০২৪-২৫ থেকে পিএইচডি ভর্তির জন্য নেট স্কোর ব্যবহার করা হবে।
জগদেশ কুমার বলেছিলেন, ‘বছরে দুইবার পরিচালিত নেট-এর সুবিধার মাধ্যমে, বিশ্ববিদ্যালয়গুলি ছাত্রদের আরও বেশি নমনীয়তা দিতে পারে, তাদের উভয় সেশন থেকে তাদের স্কোরগুলিকে বিভিন্ন প্রতিষ্ঠানে পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করার অনুমতি দেয়।’

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved