HomeEntertainmentটেলি অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু নিয়ে  ঘনাচ্ছে রহস্য

টেলি অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু নিয়ে  ঘনাচ্ছে রহস্য

- Advertisement -

মহানগর ডেস্ক: বর্তমানে ছোট পর্দার অভিনেত্রীদের আত্মহত্যার ঘটনা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই মৃত্যুর খবর ধাক্কা দিচ্ছে বিনোদন মহলকে। ফের ঘটেছে একই রকম ঘটনা। সিনেমা-সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মালয়ালম সিনেমা-সিরিয়াল অভিনেত্রী অপর্ণা নায়ারকে  তাঁর বাসভবনে আজ শুক্রবার ঝুলন্ত অবস্থায় পাওয়া  যায়। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বয়স ৩৩ বছর। যিনি কয়েকটি সিনেমা এবং অসংখ্য সিরিয়ালে অভিনয় করেছেন। পুলিশ জানিয়েছেন,গতকাল রাতে কারামানার কাছে নিজের বাসভবনে নিজের ঘরে অভিনেত্রীর ঝুলন্ত দেহ পাওয়া যায়। অপর্ণা তার স্বামী ও তাদের সন্তানদের সঙ্গে থাকছিলেন বলে খবর।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে তারা ঘটনাটি সম্পর্কে একটি বেসরকারি হাসপাতালে অবহিত করেছিল যেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যাওয়ার পরে তাকে ভর্তি করা হয়েছিল।একজন পুলিশ কর্মকর্তা  বলেছেন, “আমরা হাসপাতাল থেকে তথ্য পেয়েছি এবং অস্বাভাবিক মৃত্যুর জন্য একটি মামলা দায়ের করেছি।” পুলিশ সন্দেহ করছে যে এটি একটি আত্মহত্যার ঘটনা এবং চরম পদক্ষেপের পিছনে পারিবারিক সমস্যা রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Most Popular