Home Entertainment ফের নক্ষত্রপতন সঙ্গীত জগতে, প্রয়াত ‘বাজিগরের’ গীতিকার দেব কোহলি 

ফের নক্ষত্রপতন সঙ্গীত জগতে, প্রয়াত ‘বাজিগরের’ গীতিকার দেব কোহলি 

by Mahanagar Desk
1 views

নিজস্ব সংবাদদাতা: না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের প্রবীণ গীতিকার দেব কোহলি। ৮০ বছর বয়সে থেমে গেল তাঁর সুরেলা সফর। ২৬ শে অগস্ট তাঁর মৃত্যুর খবর জানার পর থেকেই শোকস্তব্ধ বলিউড ইন্ডাস্ট্রি। শোনা গিয়েছে, শারীরিক সমস্যা জনিত কারণে তিনি বেশ কিছুদিন ধরে ভর্তি ছিলেন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। তবুও শেষ রক্ষা হল না। শনিবার সেইখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গিয়েছে, ২৬ অগাষ্ট মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় তাঁর নিজের বাড়িতে দুপুর ২ টো সময় অন্তিম দর্শনের জন্য শায়িত রাখা হবে তাঁর মরদেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। এরপর পশ্চিমের অশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে এই মহান গীতিকারের এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: শুভেন্দুর ‘ধর্ষকদের এনকাউন্টার’ মন্তব্যে আপত্তি, মানবাধিকার কমিশনের দ্বারস্থ এপিডিআর

প্রসঙ্গত, তিনি জন্মগ্রহণ করেন অধুনা পাকিস্তানের রয়াল পিন্ডিতে। মাত্র ১৬ বছর বয়সে বাবাকে হারিয়ে বেরিয়ে পড়েন চাকরির খোঁজে। মাত্র ২২ বছর বয়সে মায়া নগরীর মুম্বাইতে চাকরির তাগিদে পা রাখেন তিনি। ‘গুন্ডা’ নামক ছবিতে তাঁর প্রথম গান লেখার সুযোগ আসে ১৯৬৯ সালে। এরপর থেকে একের পর এক সফল কাজ তাঁকে পিছন ফিরে তাকাতে দেয়নি। অনু মালিক থেকে শুরু করে আনন্দ রাজ, আনন্দ মিলিন্দ, উত্তম সিং প্রমূখ গুণী ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করেছেন তিনি। এই বিশিষ্ট বলি তারকারা দেব কোহলিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।

‘বাজিগর’ থেকে শুরু করে জুড়ুয়া ২, মুসাফির, ট্যাক্সি নম্বর ৯১১, গীত গাতা হু ম্যায়, ম্যায়নে প্যয়র কিয়া সহ ১৫০ টির ও বেশি প্রচলিত সিনেমার জন্য গান লিখেছেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন বলিউডের অন্যতম খ্যাতনামা প্রবীণ অভিনেত্রী সীমা দেও। ২৪ অগষ্ট ৮৩ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। এরপরেই দেব কোহলির মৃত্যুতে ফের অভিভাবকহীন হয়ে পড়ল সংগীত জগৎ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved