HomeEntertainmentসাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাঞ্চন-শ্রীময়ী, প্রকাশ্যে এল বিয়ের তারিখ

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাঞ্চন-শ্রীময়ী, প্রকাশ্যে এল বিয়ের তারিখ

- Advertisement -

মহানগর ডেস্ক: পিঙ্কি এখন অতীত। ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা-রাজনীতিদিন কাঞ্চন মল্লিক। যে বান্ধবীকে নিয়ে এত চর্চা সেই শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করছেন অভিনেতা।  গত বছরের জানুয়ারি মাসে  স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে কাঞ্চনের বিচ্ছেদ হওয়ার পর নতুন বছর নতুন জীবন শুরু করতে চলছেন অভিনেতা। এবার সামনে এল শ্রীময়ী-কাঞ্চনের বিয়ের তারিখ।

জানা গিয়েছে মার্চ মাসের ৬ তারিখে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি চলছে বলেই খবর মিলেছে।  এই দুই জুটির প্রেমচর্চা কম হয়নি। রাজনৈতিক মহল থেকে শুরু করে টলিপাড়া সমস্ত জায়গাতেই এক সময়ের হট টপিক ছিলেন কাঞ্চন-শ্রীময়ী । অভিনেত্রী পিঙ্কি তাঁর আর কাঞ্চনের মধ্যে বিচ্ছেদের জন্য দায়ী করেছেন শ্রীময়ীকেই। যদিও প্রেমিকা হিসাবে শ্রীময়ীকে কখনই উল্লেখ   করেননি। তবে বাড়ির  পুজো থেকে শুরু করে বাইরে যাওয়া বহু বার এই দুই তারকাকে এক সঙ্গে দেখা গিয়েছে। শুধু দেখা নিয় তাঁরা রঙ মিলান্তি করে পোশাকও পড়েছেন। তবে এখন আর লুকানো কিছুই নেই তাঁরা করেন সবটাই প্রকাশ্যেই করেন।   কাঞ্চনের বাড়ির রাস পূর্ণিমা, কালীপুজোয় অংশ নিতে দেখা গিয়েছিল শ্রীময়ীকে।

উল্লেখ্য সম্প্রতি শোনা  গিয়েছে যে পিঙ্কি এবং কাঞ্চনের বিচ্ছেদের  পর তাঁদের ছেলে দেখাশোনা করার জন্য ৬০ লাখ টাকা খোরপোশ দিতে হয়েছে কাঞ্চন মল্লিককে। যদিও এই বিষয়ে পিঙ্কি বা কাঞ্চন কেউই মুখ খোলেননি। তবে যাই হোক অতীতকে দূরে সরিয়ে আগামীতে নতুন জীবন শুরুর অপেক্ষায় কাঞ্চন-শ্রীময়ী।

 

Most Popular