Home Entertainment এখনও হাসপাতালে মিঠুন চক্রবর্তী, জানুন এখন কেমন আছেন অভিনেতা

এখনও হাসপাতালে মিঠুন চক্রবর্তী, জানুন এখন কেমন আছেন অভিনেতা

by Mahanagar Desk
37 views
মহানগর ডেস্ক: গতকাল অর্থাৎ শনিবার সকাল থেকেই মিঠুন চক্রবর্তীর শারীরিক অসুস্থতা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সকল ভক্তদের মধ্যে। গতকাল শনিবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন মিঠুন, তারপরেই তড়িঘড়ি কলকাতায় বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে পৌঁছানো মাত্রই দ্রত শুরু হয় তাঁর চিকিৎসা, সেই সঙ্গে করানো হয় বেশকিছু প্রাথমিক পরীক্ষা । তিনজন বিশিষ্ট ডাক্তারের বোর্ড গঠন করা হয়। শনিবার ওই হাসপাতালের থেকে যে মেডিকেল বুলেটিন পেশ করা হয় তাতে জানানো হয়, মিঠুন Ischemic cerebrovascular Accident – আক্রান্ত হয়েছেন। পেরিয়েছে ২৪ ঘণ্টার বেশী সময়। জেনে নিন কেমন আছেন এখন অভিনেতা।
  সকল মিঠুন ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, কেমন আছেন এইমুহুর্তে তিনি। হাসপাতাল সূত্রের খবর গতকালের থেকে ভালো আছেন মিঠুন, রাতে স্বাভাবিক ঘুমও হয়েছে তাঁর। সকাল সময় মতোই খাবার খেয়েছেন। এখন কিছুদিন যাবৎ তাঁকে তরল সহজপাচ্য খাবার দেওয়া  হবে। আজ অর্থাৎ রবিবার তিনজন চিকিৎসকের মেডিকেল বোর্ড তাঁকে পরীক্ষা করবে, তাঁকে আরোও একবার এম আর আই, সহ সিটি স্ক্যান এবং রক্তের কিছু পরীক্ষা করানো হয়। তাঁকে এইমুহুর্তে একেবারে চিন্তামুক্ত এবং পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। গত শনিবার তাঁর শারীরিক অবস্থার প্রসঙ্গে ইমারজেন্সি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌম্যজিৎ দাস বলেন, “তাঁর ইসকিমিক স্ট্রোক হয়েছে। একটা ব্লকেজ হয়েছে বলে মনে হচ্ছে।যদিও এম আর আই রিপোর্ট না দেখে সেভাবে বলা সম্ভব নয়। তবে Ischemic cerebrovascular Accident মানে কোনো রক্তক্ষরণ হয়নি। স্ট্রোক দুই রকমের হয়।এক মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ।আর এক প্রকার পাইপলাইনের ভিতরে ব্লকেজ।এম আর আই রিপোর্ট দেখেই পরিস্কার হওয়া যায় তা দীর্ঘদিনের ব্লকেজ নাকি হঠাৎ হয়েছে। মেডিসিন পরিভাষায় TIA বলেও একটি টার্ম আছে, যার অর্থ Transient ischemic attack  সেটিও হতে পারে,যদি তাই হয়ে থাকে তবে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে ওষুধের ওপরেই ভরসা রাখা যায়।এ ক্ষেত্রে রোগীদের অনেকাংশ কথা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে অথবা মুখের একটা অংশের বিকৃতি দেখা দিতে পারে। তবে সেক্ষেত্রে অস্ত্রোপচারের দরকার হয় না বেশিরভাগ ক্ষেত্রে। ফিজিওথেরাপি‌ ও ওষুধের ওপর চলে চিকিৎসা।”
এখন অভিনেতা তথা বিজেপি নেতার শারীরিক সমস্যা নিয়ে আর বিশেষ চিন্তা নেই। চিকিৎসায় সাড়া দিচ্ছে তাঁর শরীর। খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হবে, এমনটাই সূত্রের খবর। অভিনেতা অসুস্থ হওয়ার পর, দেব, রাজ চক্রবর্তী, দেবশ্রী সহ অনেকেই গিয়েছিলেন তাঁকে দেখতে। অসুস্থ হওয়ার পর থেকেই সঙ্গে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সোহমের পরিচালিত ছবি “শাস্ত্রী” ছবির শুটিংর এর সময়েই অসুস্থ হয়ে পড়েন মিঠুন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved