HomeEntertainmentকোল আলো হতে চলেছে দীপবীরের, ইতিমধ্যেই নাম ঠিক করে ফেলেছেন যুগল, জেনে...

কোল আলো হতে চলেছে দীপবীরের, ইতিমধ্যেই নাম ঠিক করে ফেলেছেন যুগল, জেনে নিন নামের অর্থ

- Advertisement -

মহানগর ডেস্কঃ ‘দীপিবীরের’ ঘর আলো করে আসতে চলেছে নতুন সদস্য। আর সেই সুসংবাদই ২৯ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন দম্পতি। আগামী সেপ্টেম্বরেই দীপিকার কোল আলো করে আসতে চলেছে তাঁদের সন্তান। সদ্য মা-বাবা আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরেই ভক্তদের মাঝে আসতে দেখা যায় দম্পতিকে। সদ্য মা হওয়া দীপিকাকে আগলে গাড়িতে উঠতে সাহায্য করতে দেখা যায় ‘কেয়ারিং হাসব্যান্ড’ রনবীর’কে।অনুরাগীদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় রনবীরকে। দীপিকার প্রতি রণবীরের যত্নশীলতা বরাবরই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

তবে জানেন কি সন্তান আসার আনন্দে সন্তানের নামও তড়িঘড়ি ঠিক করে ফেলেছেন বলিউডের বাজিরাও। দীপবীরের সন্তানের নামের অর্থও কিন্তু বেশ মানিয়ে রেখেছে যুগল।একটা সাক্ষাৎকারে রণবীর-দীপিকা বলেছিলেন যে বাচ্চা তাঁদের দুজনরেই কতটা পছন্দ। সেই দিনেই নিজেরাও খুদের পেক্ষায় আছেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন। খোলাখুলি কিছু না বললেও নতুন সদস্য আসার আভাস দিয়েছিলেন তাঁরা। অভিনেতা খোলা মনে জানিয়েছিলেন, ‘আমি তো নামের একটা লিস্ট তৈরি করছি। সন্তান হলে নাম রাখব সৌর্যবীর সিং।’

তবে জানেন কি এই ‘সৌর্যবীর’ নামের অর্থ কি জানেন ? এই নামের অর্থ হল সাহসী। সংস্কৃত শব্দ থেকে এই নামের উৎপত্তি। তবে সেপ্টেম্বরে রণদীপের ঘর আলো করে ছেলে না মেয়ে আসছে তার জন্য অপেক্ষা করতে হবে আরও অয়েক মাস।
রণবীর বরাবরই একতা ফুটফুটে মেয়ে চেয়েছেন সন্তান হিসেবে। তাঁর কথায় দীপিকার মতোই একটা মিষ্টি মেয়ে চায় সে। দীপিকা ছোটবেলা খুব মিষ্টি ছিল তাই তাঁর মতোই মিষ্টি ফুটফুটে মেয়ের আশায় অপেক্ষা করছে যুগল। আসছে সেপ্টম্বরে তাঁদের কোল কবে আলো হয়, এখন তার অপেক্ষাতেই আছে দীপবীরের অনুগামীরা।

Most Popular