মহানগর ডেস্ক: অপেক্ষার অবসান! শুভ দিনটা চলেই এল! আজ বাইপাসের অর্কিড ব্যাঙ্কোয়েটে বসল টলিউডের পাওয়ারফুল জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিকের বিয়ের আসর। অগ্রহায়ণ মাস পড়তে না পড়তেই বিয়ের টলিউড জুড়ে শুরু হয়েছে তারকাদের বিয়ের উৎসব। প্রথমে পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীপর্ণা রায় থেকে সন্দীপ্তা সেন সবাই এই শীতেই সেরে ফেললেন তাঁদের ডি ডে। এবার পালা সৌরভ-দর্শনার।
একপ্রকার হুট করেই নিজেদের বিয়ের তারিখ ঘোষণা করেছিলেন ওয়েব সম্রাট সৌরভ দাস এবং দর্শনা বণিক। ইতিমধ্যেই সামনে এসেছে সৌরভ-দর্শনার বিয়ের মেনু, সেখানেই দেখা গিয়েছে তাঁদের এলাহি আয়োজনের প্রতিচ্ছবি। একেবারে বাঙালি বিয়ের রীতি মেনে বেনারসি এবং পাঞ্জাবীতেই সাজলেন হবু বর-কণে। সৌরভের পরনে সাদা ডিজাইনার পাঞ্জাবি, আর লাল উত্তরীয়, এক্কেবারেই ঐতিহ্যবাহী বাঙালি স্টাইলে বর হয়ে ধরা দিলেন তিনি। আর দর্শনা বণিককে দেখা গেল চিরাচরিত বাঙালি বধূর সাজে। ঠিক যেমনটা তিনি বলেছিলেন, অভিনেত্রী দর্শনা বণিককে দেখা গেল ট্রাডিশনাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে ছিল শাঁখা-পলাতে। জানা গিয়েছে, পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসেছে তাঁদের বিয়ের আসর। শনিবার সকালে গায়ে হলুদের আসরে দেখা যায় সৌরভ-দর্শনাকে। সেই অনুষ্ঠানেও হলুদ ট্রাডিশনাল সাজে দেখা মেলে তাদের। এদিন নাচতে নাচতে বিয়ের আসরে ঢোকেন অভিনেতা সৌরভ দাস। এদিকে তাদের বিয়ের মেনুও চলে এসেছে প্রকাশ্যে, সেখানে দেখা যাচ্ছে মেন কোর্সে রয়েছে রাধা বল্লভী, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিসফ্রাই, ফিস পাতুরি, চিংড়ি মালাইকারি, চিকেন তন্দুরি, মন কষা, আরও কত কী! শেষপাতে থাকবে ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া, রাবরি, নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ আইসক্রিম।
এছাড়াও মেনুতে রয়েছে, ফিশ ওরলি, চিকেন পকোরা, ভেজ, পকোরা, ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরী, মকটেল কাউন্টার, আর চা-কফি তো রয়েছেই। নিরামিষাশীদের জন্য রয়েছে চিলি পনির, কাজু রোল, ভেজ মালাই কোফতা। এদিকে তাদের বিয়েতে হাজির হয়েছেন টলিউডের একাধিক নায়ক-নায়িকারা। এসেছেন খোদ দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ও। একেবারে স্যুটেড বুটেড হয়ে নতুন বউ দর্শনার পাশে দাঁড়িয়ে তিনি পোজও দিলেন।