মহানগর ডেস্ক: বিয়ের এক সপ্তাহ পেরিয়েছে। তার মধ্যেই এল সুখবর। রাজকিয় বিয়ে সেরেছেন অভিনেতা সৌরভ দাস। স্বপ্নের মত পার হল সৌরভ-দর্শনার(Saurav and Darshana)বিয়ের অনুষ্ঠান। জানেন কি সেই সুখবর?
বিয়ের পর থেকেই একাধিক ছবি,ভিডিও পোস্ট করে যাচ্ছেন সৌরভ-দর্শনা। মালাবদল-শুভদৃষ্টি-সাতপাক একের পর এক রিলস ভাইরাল। নববধূর প্রেমে যে আবদ্ধ রয়েছে সৌরভ তা আর বলার অপেক্ষা রাখে না। সৌরভ এর পোশাক পরে দর্শনার সিনেমা দেখতে যাওয়ার ভ্লাগ মন ছুঁয়েছে অনুরাগীদের। তবে এবার দর্শনা নয় সামনে এলেন সৌরভ। বিয়ের পর শুটিংয়ে ফিরে ফ্যানেদের সেলফির আবদার মেটাতে ব্যস্ত সৌরভ। একদম ব্যাক টু ওয়ার্ক মোডে। ফিরলেন নতুন কাজ নিয়ে। সঙ্গে আছেন খরাজ মুখোপাধ্যায়, বিমল গিরি, শ্রীতমা দে ,শ্রেয়া ভট্টাচার্য , প্রহ্লাদ সরদার কাঞ্চনা মৈত্র। মজেন্টাল এন্টারটেনমেন্টের প্রযোজনায় ‘নানা হে’ ছবিতে একসাথে দেখা যাবে । আর তারই শুটিং এ পৌঁছে যান সৌরভ। তাকে দেখা মাত্রই ঘিরে ধরেন তার ভক্তরা। একে একে আবদার মেটালেন সকলের। খুশি মনে তুললেন নিজস্বী। আর এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। দেখে নিন
দর্শনাও কাজে ফিরেছেন। ইন্সট্রাগ্রাম হ্যান্ডেল দেখলেই বোঝা যায় তিনি চুটিয়ে উপভোগ করছেন বিয়ের জার্নি। সম্প্রতি একটা ফটো শেয়ার করেছেন তিনি। আর সেটা যে তার ভক্তদের মন ছুঁয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে নিজের প্রিয় মানুষটির প্রতি তার যে ভালোবাসা একান্তই ব্যক্তিগত তা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন দর্শনা। ‘কিপ ইট প্রাইভেট, আনটিল ইটস পার্মানেন্ট’ –
https://fb.watch/p6vLVzVHOt/?mibextid=Nif5oz