HomeHoroscopeকোন রাশির জীবনে রয়েছে ধনপ্রাপ্তির, কার ভাগ্য দেবে সাথ, জেনে নিন 

কোন রাশির জীবনে রয়েছে ধনপ্রাপ্তির, কার ভাগ্য দেবে সাথ, জেনে নিন 

- Advertisement -
মহানগর ডেস্কঃ ৭মার্চ, বৃহস্পতিবার ,ফাল্গুন মাস,কৃষ্ণ পক্ষ চলছে। দাউ7দ্বাদশ তিথি চলছে। বিজয় মুহূর্তের সময় বেলা ১২:৯ – বেলা ১২:৫৬ পর্যন্ত, রাহুকাল দুপুর ২ – বিকেল ৩:২৯ পর্যন্ত থাকবে। শুভ কাজ করতে চাইছেন, সেই কাজ এই সময়ে করুন, বিজয় মুহূর্তে সফলতা পাবেন। রাহুকাল অশুভ মানা হয়,তাই এই সময় কোনো শুভ কাজ করবেন না। ১২রাশির মধ্যে আজ কোন ৭ রাশির জাতক জাতিকাদের ভাগ্য ইতিবাচক যাবে জানেন? দেখে নিন এই তালিকায় আপনার রাশি আছে কিনা।
মেষ রাশি-  আপনার কর্মক্ষেত্রে সম্মান বাড়বে।কাজের জায়গায় আপনার উন্নতি ঘটবে।শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য ভালো সময়। আপনার ধনপ্রাপ্তির যোগ রয়েছে।
জরুরি টিপ- অলসতা থেকে নিজেকে দূরে রাখুন, শুভ রং- মেরুন, উপায়- পাখিকে দানা খাওয়ান।
বৃষ রাশি- ভাগ্য আপনার সাথ দেবে। কাজে সফলতা মিলবে। শরীর মন দুই ভালো থাকবে। আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। কোনো কাজে বন্ধুদের সহায়তা পাবেন আজ ।
 জরুরি টিপ- কারোর সাথে ঝামেলা জোড়তে যাবেন না, শুভ রং- কিশোরিয়া, উপায়- গরিবকে খাবার খাওয়ান।
মিথুন রাশি-  আপনার দ্বারা আজ যেকোনো কাজ সফল হবে। প্রেমে আপনার মাধুর্যতা বজায় থাকবে। থেমে থাকা কাজ গতি ফিরে পাবে। ব্যবসা জনিত কাজে ভেবেচিন্তে পদক্ষেপ ইতিবাচক ফল মিলবে। জরুরি টিপ- রাগ থেকে বাঁচুন, শুভ রং- গোলাপি উপায়- গরু কে রুটি খাওয়ান।
কন্যা রাশি- কর্মক্ষেত্রে আপনার উন্নতি বাড়বে। আপনার কাজের জায়গায় আপনার পদের উন্নতি ঘটবে। আপনার মনকামনা পুরণ হবে। পরিশ্রমের ফল মিলবে। ব্যবসায়ে টাকা নিবেশ করলে ভালো ফল মিলবে।  জরুরি টিপ- কোনো যাত্রা থেকে বিরত থাকুন, শুভ রং- গোলাপি, উপায়- পাখিকে দানা খাওয়ান।
বৃশ্চিক রাশি- আপনার কাজে আপনার নেতৃত্ব আরও বেশি বাড়বে। কাজের ক্ষেত্রে কোনো ব্যক্তির সহায়তা পাবেন। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারা লাভবান হবেন।পরিবারের মধ্যে ঝামেলায় সমাধান ঘটবে। জরুরি টিপ- রাগ করবেন না, শুভ রং- হালকা হলুদ, উপায়- গরিবকে গুড় জাতীয় জিনিস দান করুন।
ধনু রাশি – আপনার সন্মান আরো বৃদ্ধি পাবে। সম্পত্তি জনিত কাজে সফলতা পাবেন। টাকা প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা যারা করেন তারা লাভবান হবেন। শিক্ষার্থীদের জন্য নতুন কিছু শেখার ইচ্ছে জাগবে। আপনার কাজ সময়ে পূরণ হবে।
 জরুরি টিপ- বেশি চিন্তা করবেন না, শুভ রং- হলুদ, উপায়- ভগবান বিষ্ণুর পুজো করুন।
কুম্ভ রাশি- কোনো ব্যক্তি বা বন্ধুদের সহায়তায় কাজ সম্পন্ন হবে। কাজে আপনার উন্নতি ঘটবে। দূর থেকে কোনো সুখবর পেতে চলেছেন। পরিবারের সাথে আজ সময় কাটাবেন। জরুরি টিপ- অহংকার করবেন না, শুভ রং- গোলাপি, উপায় গরিবকে ফল দান করুন।

Most Popular