HomeNational17 Indian Rescued: চাকরির টোপ ইতালিতে, লিবিয়ায় সশস্ত্র মাফিয়া গোষ্ঠীর কবজা থেকে...

17 Indian Rescued: চাকরির টোপ ইতালিতে, লিবিয়ায় সশস্ত্র মাফিয়া গোষ্ঠীর কবজা থেকে উদ্ধার সতেরো জন ভারতীয়

- Advertisement -

মহানগর ডেস্ক: বিদেশে চাকরির ফাঁদে পা দিয়ে লিবিয়ায় গিয়ে সশস্ত্র গোষ্ঠীর কব্জায় ভারতের ১৭জন। এরা সবাই পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা। লিবিয়ার জাওারা শহরে ওই সশস্ত্র গোষ্ঠীর কব্জায় থাকা তাদের সফলভাবে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার সন্ধ্যে তারা দিল্লিতে এসে পৌঁছয়।

গত মে মাসে টিউনিসে ভারতীয় দূতাবাসের নজরে আনেন আটক যুবকদের বাড়ির লোকজন। তখন থেকেই দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রেখে আসছিল। জানা গিয়েছে ইতালিতে লোভনীয় চাকরির টোপ দেখিয়ে ওই সতেরোজন ভারতীয়কে লিবিয়ায় নিয়ে আসে কয়েকটি  ট্রাভেল এজেন্সি।

তারপর লিবিয়ায় মাফিয়ারা তাকে আটকে রাখে। ভারতীয় দূতাবাস এক্সে পোস্ট করে জানিয়েছে। তাদের মুক্ত করার ব্যাপারে উদ্যোগ নেন মূলত আপের রাজ্যসভার সাংসদ বিক্রমজিৎ সিং সাহানে। তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মান ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের কাছে প্রতারক সংস্থাগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

ওই প্রতারক সংস্থাগুলি ইতালির বদলে ওই সতেরোজনকে লিবিয়া নিয়ে গিয়েছিল। পঞ্জাবের মুখ্যমন্ত্রী টুইট করে জানান ওই সতেরোজনের কাছে তেরো লক্ষ টাকা নিয়েছে প্রতারক সংস্থাগুলি। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই নিরাপদে দেশে ফিরে আসতে সক্ষম হয়েছে।

গত মার্চ মাসে জাতীয় সংখ্যালঘু কমিশন জানায় ফেব্রুয়ারি মাসে অবৈধ উপায়ে বেশকিছু যুবককে দুবাই হয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের উদ্ধার করার সময় জখম অবস্থায় পাওয়া গিয়েছে। সবাই খাবার,জলের অভাবে ধুঁকছিল। ভারতীয় দূতাবাস নিয়মিতই লিবিয়া সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে আসছিল। জুনের ১৩ তারিখে তাদের উদ্ধার করা হলেও অবৈধভাবে লিবিয়ায় ঢোকার জন্য নিজেদের হেফাজতে রেখে দেয়।

 

Most Popular