HomeNationalভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত পারে লঞ্চপ্যাডে লুকিয়ে ২৫০-৩০০ জঙ্গি, সতর্ক করল গোয়েন্দারা

ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত পারে লঞ্চপ্যাডে লুকিয়ে ২৫০-৩০০ জঙ্গি, সতর্ক করল গোয়েন্দারা

- Advertisement -

মহানগর ডেস্ক: শীত কমলেই গলতে শুরু করবে বরফ। কাশ্মীরে সেই সুযোগকেই কাজে লাগায় সন্ত্রাসবাদীরা। চেষ্টা করে ভারতে অনুপ্রবেশের। তাই নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিন সুরক্ষার সঙ্গে যুক্ত শীর্ষ কর্তারা। তাঁরা জানিয়েছেন  জম্মু ও কাশ্মীরে “অনুপ্রবেশের অপেক্ষায়” সীমান্তের ওপারের লঞ্চপ্যাডে প্রায়  ২৫০-৩০০ জন  জঙ্গি উপস্থিত রয়েছে। শনিবার এক শীর্ষ বিএসএফ অফিসার  এমনটাই তথ্য জানিয়েছেন।

অফিসার অবশ্য যোগ করেছেন যে নিরাপত্তা বাহিনী সতর্ক  রয়েছেন এবং যেকোনও আন্তঃসীমান্ত অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করবে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় বিএসএফের ইন্সপেক্টর জেনারেল অশোক যাদব সাংবাদিকদের বলেছেন, “গোয়েন্দা তথ্য রয়েছে যে ২৫০-৩০০  সন্ত্রাসবাদী লঞ্চপ্যাডে অপেক্ষা করছে, কিন্তু আমরা এবং সেনাবাহিনী সমস্ত দুর্বল প্যাচগুলিতে আধিপত্য বিস্তার করেছি এবং সতর্ক আছি।” তিনি বলেছিলেন যে বিএসএফ এবং সেনাবাহিনীর সাহসী জওয়ানরা সীমান্ত এলাকায় সতর্ক রয়েছে এবং যে কোনও অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করবে।

 অশোক যাদব আরও জানিয়েছেন, “আমরা অনুপ্রবেশের যেকোন চেষ্টাকে ব্যর্থ করতে আত্মবিশ্বাসী।” তিনি  বলেছেন, গত কয়েক বছরে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরের জনগণের মধ্যে সংযোগ বেড়েছে। তাঁর কথায় জনগণ আমাদের সহযোগিতা করলে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ভালোভাবে এগিয়ে নিতে পারব।জে কোনও ধরনের দেশ বিরোধী কাজ রুখে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Most Popular