HomeNationalকর্ণাটক বিধানসভার বাইরে একটি পরিবারের ৮ সদস্যের আত্মহত্যার চেষ্টা

কর্ণাটক বিধানসভার বাইরে একটি পরিবারের ৮ সদস্যের আত্মহত্যার চেষ্টা

- Advertisement -

মহানগর ডেস্ক: বড় খবর! বুধবার বেঙ্গালুরুতে কর্ণাটক বিধানসভার সামনে আত্মহননের চেষ্টার পরে একটি পরিবারের আটজন সদস্য তাদের জীবন শেষ করার চেষ্টা করছিলেন। রীতিমতো হৈচৈ কাণ্ড! তবে সৌভাগ্যবশত, ঘটনায় বেঁচে গিয়েছেন সকলেই।

পুলিশের মতে, ঋণের বকেয়া পুনরুদ্ধারের জন্য একটি ব্যাঙ্ক তাদের বাড়ি নিলাম করার পর পরিবারটি নিজেদের শেষ করে দেওয়ার জন্যে উদ্যোগী হয়ে ওঠেন। এবং পরিবারের সদস্যরা মরিয়া পদক্ষেপ বেছে নেন। মহিলা ও শিশু-সহ পরিবারের সদস্যরা এদিন কর্নাটক বিধান সৌধের বাইরে নিজেদের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে ট্র্যাজেডিটি প্রতিরোধ করে, যার ফলে জড়িত পরিবারের সদস্যরা অবিলম্বে বেঁচে যায়। ঘটনার ভিডিও, সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, পুলিশ পরিবারকে গাড়িতে নিয়ে যাচ্ছে। তাদের দুর্দশার কথা জানিয়ে, পরিবার টি বলেছে যে, তারা আদা চাষের ব্যবসা শুরু করার জন্য ২০১৬ সালে বেঙ্গালুরু সিটি কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকার ঋণ নিয়েছিল।

কিন্তু দুর্ভাগ্যবশত তাঁদের ব্যবসার উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং তাঁরা বিপুল ক্ষতির মুখে পড়ে, কিন্তু শেষমেষ তাঁরা ধার করা অর্থ পরিশোধ করতে করতে না পারায় ব্যাঙ্কটি তাঁদের বাড়ি বাজেয়াপ্ত করে নেয়, এবং নিলামে তোলে, কী করবে ভেবে উঠতে না পেরে শেষে পরিবারটি বিধানসভার সামনে গিয়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলে পুলিশ চলে আসায় এই যাত্রায় তাদেরকে বাঁচানো সম্ভব হয়েছে।

Most Popular