HomeNationalগণ আত্মহত্যার অভিযোগ মোদীর রাজ্যের এক পরিবারের নামে

গণ আত্মহত্যার অভিযোগ মোদীর রাজ্যের এক পরিবারের নামে

- Advertisement -

 

 

গুজরাটের এক পরিবার তার মেয়ের প্রেমের বিয়েতে খুশি না হওয়াতে তারা বিষ খেয়ে আত্মহত্যার করতে চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে যে এক দম্পতি এবং তার দুই ছেলে বিষ খেয়েছে বলে জানা গিয়েছে।ঘটনাটি ঘটার পর জানতে পারা গিয়েছে যে লোকটি এবং তার এক ছেলে মারা গিয়েছে।সূত্রের খবর ছোট ছেলে এবং লোকটির স্ত্রী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে যে লোকটির নাম কিরণ রাঠোড,বয়স ৫২,স্ত্রীর নাম নীতাবেন,বয়স ৫০,দুই ছেলের নাম হর্ষ,বয়স ২৪,হরশিল,বয়স ১৯।ঘটনাটি মঙ্গলবারে গুজরাটের ধোলকা শহরে ঘটেছিল।

পুলিশ সূত্র থেকে জানতে পারা গিয়েছে যে লোকটির মেয়ে প্রায় এক বছর আগে এক দলিত সম্প্রদায়ের এক ছেলেকে বিয়ে করে।এই বিয়েতে কিরণ খুশি ছিলেন না।মেয়ের এই বিয়ের জন্য তিনি এবং পরিবারের সদস্যরা বিষ খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রতিবেশীরা ঘটনাটি জন্যে পাড়ায় তৎক্ষনাত অ্যাম্বুলেন্স ডেকে তাদের হাসপাতালে ভর্তি করে দেয় বলে জানতে পারা গিয়েছে।এরপর তারা পুলিশকে খবর দেয়।পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক কিরণ এবং বড় ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। রাঠোরের স্ত্রী এবং ছোট ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে মেয়ের শ্বশুর বাড়ির ১৮ জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে এই মুহূর্তে এফআইআর এবং তদন্ত করছে।

কিরণ এবং বড় ছেলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।তদন্তের পর আসল সত্য জানতে পারা যাবে। ময়নাতদন্তের পর আসল সিদ্ধান্তে পৌঁছাবে পুলিশ।

Most Popular