HomeNational"মানবতার বিস্ময়কর...", ৪১ জন শ্রমিকের অক্ষত উদ্ধারে আবেগে ভাসলেন PM Modi

“মানবতার বিস্ময়কর…”, ৪১ জন শ্রমিকের অক্ষত উদ্ধারে আবেগে ভাসলেন PM Modi

- Advertisement -

মহানগর ডেস্ক: দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে মিলল সাফল্য(Tunnel Rescue)। প্রায় ৪০০ ঘণ্টা, ১৭ দিনের লড়াই শেষে র‌্যাটহোল মাইনিংয়ের মাধ্যমেই মিলেছে সাফল্য। উদ্ধার করা হয়েছে টানেলে আটকে ৪১ জন শ্রমিককে। অন্ধকাররে মধ্যে টানা এতদিন আটকে থাকা শ্রমিকদের সুস্থ ভাবে উদ্ধার করা সত্যিই বড় চ্যলেঞ্জ ছিল। তবে সব বাধা পেরিয়ে নিরাপদে শ্রমিকের উদ্ধার নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। জানালেন তাঁর প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রী(PM Modi) সফলভাবে এবং নিরাপদে শ্রমিকদের বের করে আনার জন্য  উদ্ধারকারী দলের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

 প্রায় এক ঘণ্টার মধ্যে সব শ্রমিককে টানেল থেকে বের করে আনা হয়। এই উদ্ধার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “উত্তরকাশীতে আমাদের ভাইদের উদ্ধার অভিযানের সাফল্য সবাইকে আবেগপ্রবণ করে তুলছে। টানেলে আটকে পড়া বন্ধুদের আমি বলতে চাই যে আপনাদের সাহস এবং ধৈর্য সবাইকে অনুপ্রাণিত করছে। আমি আপনাদের সকলের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি।” তিনি আরও বলেছেন, এটা খুবই তৃপ্তির বিষয় যে দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই বন্ধুরা এখন তাদের প্রিয়জনের সাথে দেখা করতে পারবে। এই চ্যালেঞ্জিং সময়ে এই সমস্ত পরিবার যে ধৈর্য ও সাহস দেখিয়েছে তা যথেষ্ট প্রশংসা করা যায় না।”

 কেবল প্রধানমন্ত্রী নন এই উদ্ধারের কাজের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ গোটা দেশের মানুষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “উত্তরাখণ্ডের একটি টানেলে আটকে পড়া সমস্ত শ্রমিককে উদ্ধার করা হয়েছে জেনে তিনি স্বস্তি ও খুশি।” খারাপ আবহাওয়া, সঙ্গে একের পর এক বাধা পেরিয়ে শ্রমিকদের অক্ষত অবস্থায়  উদ্ধার সত্যিই প্রসংশনীয়। জানিয়ে রাখা ভাল অন্ধকার সুড়ঙ্গের ভিতরে শ্রমিকদের সাহায্যের জন্য সব ধরনের প্রচেষ্টা করা হয়েছে। খাবার, জল সংযোগের মাধ্যমের ব্যবস্থা করা হয়েছে। প্রতি মুহূর্তে সকলের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। বাইরে এসেও যাতে কারও কোনও সমস্যা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল। বাইরে রাখা ছিল ৪১ টি আম্বুলেন্স। ছিল ম্যেডিক্যাল টিম।

Most Popular