HomeNationalঅবতরণের কাউন্টডাউনের মধ্যেই চাঁদের দক্ষিণমেরুর ছবি পাঠাল ল্যান্ডার বিক্রম

অবতরণের কাউন্টডাউনের মধ্যেই চাঁদের দক্ষিণমেরুর ছবি পাঠাল ল্যান্ডার বিক্রম

- Advertisement -

মহানগর ডেস্ক: চাঁদের দক্ষিণমেরুতে ভারতের চন্দ্রযান-৩ এর অবতরণের  কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। যে জায়গায় ল্যান্ডার বিক্রম নামবে সেই জায়গা অত্যন্ত প্রতিকূল বলেই জানানো হয়েছে। যদি ইসোর অভিযান সফল হয় তবে বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারতই চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে। শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই চাঁদের দক্ষিণমেরুর ছবি ধরা পড়ল ল্যান্ডার বিক্রমের বিশেষ ক্যামেরায়।

যে ছবি সামনে এসেছে তা সত্যিই অনবদ্য। চন্দ্রযান-৩-এর ল্যান্ডার দ্বারা তোলা চাঁদের সাম্প্রতিক চিত্রগুলি তার দূরের কিছু বিশিষ্ট গর্ত চিহ্নিত করেছে। যেখানে দেখা গিয়েছে অসমতল মাটি, বড় গর্ত রয়েছে। যেখানে অবতরণই  হল সবথেকে বড় চ্যালেঞ্জ। বুধবার সন্ধ্যায় চাঁদের   দক্ষিণ মেরু অঞ্চলে ঐতিহাসিক টাচডাউনের আগে বিক্রম ল্যান্ডারটিকে একটি নিরাপদ অবতরণ এলাকা খুঁজে পেতে সাহায্য করার জন্য  ক্যামেরা দিয়ে  ছবিগুলি তোলা হয়েছিল।  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) X-এ জানিয়েছে, “এখানে ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা (এলএইচডিএসি) দ্বারা বন্দী চন্দ্রের দূরবর্তী এলাকার চিত্রগুলি রয়েছে৷এই ক্যামেরা যা একটি নিরাপদ অবতরণ এলাকা সনাক্ত করতে সাহায্য করে — পাথর বা গভীর  এলাকা ছাড়া — নামার সময় SAC/ISRO-তে তৈরি করা হয়েছে।”

উল্লেখ্য, চাঁদের দূরের দিকটি হল চন্দ্র গোলার্ধ যা চাঁদের কক্ষপথে সমলয় ঘূর্ণনের কারণে সর্বদা পৃথিবী থেকে দূরে থাকে।  বুধবার সন্ধ্যা ৬:০৪ মিনিটে ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে স্পর্শ করার কথা রয়েছে। সফল হলে, ভারত এই কৃতিত্ব অর্জনকারী চতুর্থ দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের সঙ্গে  নাম লেখাবে। জানিয়ে রাখা ভাল, রাশিয়ান মহাকাশযান লুনা-২৫ এর ভারতের আগে চাঁদের বুকে পা রাখার কথা ছিল। তবে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। চাঁদের মাটি স্পর্শ করার আগেই ভেঙে পড়েছে। তবে সেই খবরকে পিছনে ফেলে এখন ভারতের দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।

 

Most Popular