HomeNationalAnti India Slogan: যোগী রাজ্যে স্বাধীনতা দিবসে ভারত বিরোধী স্লোগান, গ্রেফতার ১৫

Anti India Slogan: যোগী রাজ্যে স্বাধীনতা দিবসে ভারত বিরোধী স্লোগান, গ্রেফতার ১৫

- Advertisement -

মহানগর ডেস্ক: বাইক মিছিল থেকে ভারত বিরোধী স্লোগান (Anti India Slogan)। স্বাধীনতা দিবসে যোগী রাজ্যের প্রতাপগড়ে তেরঙ্গা মিছিল যাওয়ার সময় ভারত বিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ১৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। রিপোর্টে জানা গিয়েছে স্বাধীনতা দিবসে মিছিল চলাকালীন হিন্দুস্থান মুর্দাবাদ-সহ ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে জাতীয় পতাকা ওপরে তুলে প্রথমে ভারতের হয়ে স্লোগান দেয় বাইক বাহিনী। তারা প্রথমে স্লোগান দেয় হিন্দুস্থান জিন্দাবাদ। কিন্তু তেরঙ্গা মিছিল মাঝপথে যাওয়ার পরই ধ্বনি পাল্টে যায়। শোনা যায় চিৎকার করে হিন্দুস্থান মুর্দাবাদ ধ্বনি। অনেককে হাসতেও শোনা যায়। এক বিবৃতিতে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মূল অভিযুক্তের নাম জানতে পেরেছে পুলিশ। সেই দীপক সিং-সহ ১৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। কি কারণে মিছিল থেকে কি উদ্দেশ্যে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছে, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। সংগ্রহের চেষ্টা চলছে।

Most Popular