HomeNationalফের রেশন ধর্মঘটের ডাক ! কোটি কোটি মানুষের মাথায় হাত

ফের রেশন ধর্মঘটের ডাক ! কোটি কোটি মানুষের মাথায় হাত

- Advertisement -

মহানগর ডেস্ক: নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘটের ডাক।  অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন নতুন বছরের প্রথম দিন থেকেই দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক  দিয়েছে। দেশের ৮১ কোটি মানুষ এর ফলে পড়বেন সম‌স‌্যায়। গোটা দেশে ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান ধর্মঘটের ফলে বন্ধ থাকবে ১ জানুয়ারি থেকে।

নানা সময় বহু রেশন ডিলারের বিরুদ্ধে রেশনে কারচুপির অভিযোগ ওঠে। গ্রাহকরা অভিযোগ করেন, বরাদ্দ অনুযায়ী রেশন মিলছে না।রেশন দোকানগুলিতে এই অভিযোগ মেটাতে আইরিশ স্ক‌্যানারে গ্রাহকের পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে।খাদ‌্যদপ্তর রেশন তোলার ক্ষেত্রে বায়োমেট্রিকের প্রয়োজনে আধার কার্ড নম্বর আপডেট করার পাশাপাশি হাতের আঙুলের ছাপ মিলিয়ে নেওয়ার কাজও শুরু করে দিয়েছে। তাতেও মিটছিল না সমস‌্যা।গ্রাহকের পরিচিতি নিয়ে সমস‌্যা হচ্ছে হাতের আঙুলের ছাপ না মেলাতে পারায়।

খাদ্যশস্য নষ্ট কমাতে এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে,এমনটাই দাবি করেছেন রেশন ডিলাররা।অন্যান্য জেলাতেও দার্জিলিংয়ের মতো দিতে হবে বর্ধিত কমিশন।অগ্রিম কমিশন চালু করতে হবে এনএফএসএ-র নিয়ম অনুযায়ী। রেশন ডিলারদের তরফে বলা হয়েছে,এই দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে অনির্দিষ্টকালের জন্য।

Most Popular