HomeNationalনবমীর দিন আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৮ বছরের বালক সহ ২

নবমীর দিন আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৮ বছরের বালক সহ ২

- Advertisement -

মহানগর ডেস্ক: মহানবমীর দিন ভয়াবহ দুর্ঘটনা।  সোমবার মুম্বইয়ের কান্দিভালি এলাকায় একটি আবাসিক ভবনের প্রথম তলায় বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতেই ৮ বছর বয়সী বালকসহ দুজনের মৃত্যু হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতরা হলেন গ্লোরি ওয়ালরিয়েছে (৪৩) এবং জোসু জেমস রবার্ট (৮)। আধিকারিকদের মতে, বীণা সন্তুর সমবায় হাউজিং সোসাইটিতে আগুনটি রাত ১২:৩০ টার দিকে শুরু হয় এবং প্রথম তলায় বৈদ্যুতিক তারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে দুই মহিলা- লক্ষ্মী বুরা (৪০) এবং রাজেশ্বরী ভরতারে (২৪) রয়েছে।  আরও একজন আহতের নাম রঞ্জন সুবোধ শাহ (৭৬)।

নাগরিক সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, “তাদের চিকিত্সা চলছে। তাদের মধ্যে, ভরতারে ১০০ শতাংশ পুড়ে গেছে, অন্য ব্যক্তিরা ৫০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।” আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন ছিল।আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। দমকল কর্মীরা ঘটনার তদন্ত করছেন।

Most Popular