মহানগর ডেস্ক: ড্রোন ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকির কারণ হয়ে উঠেছে। প্রায়ই সীমান্তে ড্রোনের সাহায্যে অস্ত্রপাচারের চেষ্টা করে। এতে মদত দেয় চিন। ফের একবার সেই প্রচেষ্টা ব্যর্থ করল সুরক্ষা বাহিনী। পাঞ্জাবের ফিরোজপুর জেলার মাবোকে গ্রামের কাছে সীমান্ত নিরাপত্তা বাহিনী চিনের তৈরি ড্রোন উদ্ধার করেছে। বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ারের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানিয়েছে।
সরকারি বিবৃতি অনুযায়ী বিএসএফ ৮ ডিসেম্বর রাত ১০.১০ নাগাদ মাবোকে গ্রামের কাছে সন্দেহভাজন ড্রোনটির গতিবিধি লক্ষ্য করে। তারপরেই বিএসএফ সেনারা সতর্ক করে সকলকে এবং ড্রোনটিকে বাধা দিতে গুলি চালায়। তারপর ৯ ডিসেম্বর সকালে অনুসন্ধানের সময় রোহিল্লা হাজী গ্রামের সংলগ্ন কৃষিক্ষেত্র থেকে একটি হোল্ড এবং রিলিজ মেকানিজম সহ একটি ছোট ড্রোন উদ্ধার করে। জানা গিয়েছে উদ্ধার করা ড্রোনটি একটি কোয়াডকপ্টার (মডেল – ডিজেআই ম্যাভিক ৩ ক্লাসিক, চিনে তৈরি)। আধিকারিকদের মতে, অমৃতসরের ধনোয়ে কালান গ্রামের সংলগ্ন কৃষিক্ষেত্র থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে।
???????????????????????????????????? ???????????????????? ???????????????????????????????????? ???????? ????????????
After a Pakistani drone violated Indian airspace and was intercepted by #BSF troops with firing. @BSF_Punjab troops launched a search operation, recovering a Pakistani drone (DJI Mavic 3 Classic – Made in China) from a… pic.twitter.com/HBo2ZZvcU4
— BSF PUNJAB FRONTIER (@BSF_Punjab) December 9, 2023
এটিই প্রথম ঘটনা নয় যেখানে ড্রোনের সাহায্যে সীমান্তের ওপার থেকে ভারতীয় ভূখণ্ডে অস্ত্র বা মাদক পাচারের চেষ্টা করা হয়েছে। এটি বিশেষ করে পাঞ্জাব রাজ্যে একটি গুরুতর সমস্যা হয়েছে যেখানে সীমান্ত পাচারকারীদের দ্বারা ড্রোনের সাহায্যে ঘন ঘন চোরাচালানের চেষ্টা করা হয়। এই সপ্তাহের শুরুতে, বিএসএফ, পাঞ্জাব পুলিশের সঙ্গে যৌথ অভিযানে অমৃতসর সেক্টরে একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করেছিল। আধিকারিকদের মতে, অমৃতসরের ধনোয়ে কালান গ্রামের সংলগ্ন কৃষিক্ষেত্র থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে।