HomeNationalগাড়ির সঙ্গে লড়ির ধাক্কা, প্রাণ গেল কলকাতার ৪ ব্যক্তির

গাড়ির সঙ্গে লড়ির ধাক্কা, প্রাণ গেল কলকাতার ৪ ব্যক্তির

- Advertisement -

মহানগর ডেস্ক: আবার গাড়ি দুর্ঘটনার খবর । গাড়ির সাথে লড়ির ধাক্কা লাগায় ৪ জনের মৃত্যু ঘটেছে। ৪জনই কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার, লখনউ আগ্রা হাইওয়েতে। একটি SUVT দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা লড়িকে সজোরে ধাক্কা মারে, ধাক্কা মারার গতি এতটাই প্রবল ছিল যে, যার জেরে গাড়িটি রীতিমতো দুমড়ে মুছড়ে যায়। গাড়িতে ৪জন ব্যক্তি ছিলেন, ৪জনই মারা গিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, SUVT গাড়িটি কলকাতা থেকে লখনউ আগ্রা হাইওয়ে হয়ে আলিগড়ের দিকে যাচ্ছিল । যাওয়ার পথে সকাল সাড়ে দশটা নাগাদ হাইওয়ের ৯৭নম্বর মাইলস্টোনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে  জেলা পুলিশ সুপার বিনোদ কুমার বলেন, নিহতদের জামা কাপড় তল্লাশি করে আধার কার্ড পাওয়া গিয়েছে। সেখান থেকেই  জানা গিয়েছে মৃত চারজনই কলকাতার গার্ডেনরিচের বাসিন্দা। তাঁদের নাম   জিশান, তৌসিফ, আদিল ও আমান। গার্ডেনরিচের রামনগর বস্তি লেনে এই ৪জনের বাড়ি। বাড়িতে খবর পাওয়া মাত্র মৃতদের পরিবারের  আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন।

Most Popular