HomeNationalহেলিপ্যাডে নামার সময় আটকে গেল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের চাকা, তারপর...

হেলিপ্যাডে নামার সময় আটকে গেল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের চাকা, তারপর…

- Advertisement -

মহানগর ডেস্ক: চারিদিকে শুধু যেন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। রুদ্রপুরে একটি অনুষ্ঠান চলাকালীন একটি বড় নিরাপত্তা ত্রুটির সম্মুখীন হয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার হেলিপ্যাডে নামার সময় আর্দ্রতার কারণে হেলিকপ্টারের সামনের চাকা মাটিতে আটকে যায়। সোমবার রুদ্রপুরে বিজেপি সমর্থিত যুব সম্মেলনে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কী ঘটেছে পাইলট তা বুঝতে পেরে অবিলম্বে এই সমস্যা সম্পর্কে নিরাপত্তা কর্মীদের সতর্ক করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে  পুলিশ অফিসারদের হেলিকপ্টারটির চাকা মাটি থেকে সরানোর জন্য ধাক্কা দিতে।

সৌভাগ্যবশত, ঘটনাটির  আগেই মুখ্যমন্ত্রী ধামি হেলিকপ্টার থেকে বেরিয়েছিলেন। তবে  প্রশ্ন উঠছে এ ধরনের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কারও কোনও ক্ষতি হয়নি।

Most Popular