মহানগর ডেস্ক: রেস্তোরাঁয় ঢুকে বন্ধুকে নিয়ে খেতে বসে ডিনারে চিকেন কারির অর্ডার দিয়েছিলেন এক বন্ধু। অর্ডার দেওয়ার পর খাবার যখন দেওয়া হল,তখনই রীতিমতো চমকে ওঠর মতো ঘটনা। দেখা গেল চিকেন কারিতে মুর্গির মাংস আছে ঠিকই,তবে তার সঙ্গে একটি বাচ্চা ইঁদুরও (Dead Baby Rat In Chicken Plate) মাংসের ঝোলে উঁকি মারছে। ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বইয়ে। বান্দ্রায় সেখানকার একটি রেস্তোরাঁয় বন্ধু আমিনকে নিয়ে ডিনার খেতে গিয়েছিলেন অনুরাগ সিং নামে একজন। রবিবার রাতে সেখানে তাঁদের পঞ্জাবি মতে রান্না করা মুর্গির মাংস পরিবেশন করা হয়। কিন্তু মুর্গির মাংসে ইঁদুরছানা দেখে দুজনের খিদে মাথায় ওঠে। এই ঘটনায় রেস্তোরাঁর ম্যানেজার ও শেফের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই দুজন। দুজনে এক প্লেট পাঁঠার মাংস ও এক প্লেট মুর্গির মাংস অর্ডার দিয়েছিলেন।
খাবার পরিবেশন করার পর অনুরাগ খাওয়া শুরু করেন। তবে প্রথমে তাঁরা কিছুই টের পাননি। কিন্তু মাংস কিছুটা খাওয়ার পর বুঝতে পারেন শুধু মুর্গি নয়। অন্য কারো মাংস রয়েছে। ভালোভাবে খুঁটিয়ে পরীক্ষা করার পর টের পান একটি মরা ইঁদুরের মাংস তাঁরা এতক্ষণ খেয়েছেন। এরপরই খাবার ফেলে তাঁরা হোটেল ম্যানেজারকে রীতিমতো ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসাবাদ করেন। জবাবে ম্যানেজার সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পুলিশের কাছে সে কথাই জানান অনুরাগ। তিনি জানান মাংস খাওয়ার পর অসুস্থ বোধ করেন এবং তাঁকে চিকিৎসকের কাছেও যেতে হয়। পুলিশের কাছে রেস্তোরাঁর ম্যানেজার, শেফ ও মাংস সরবরাহকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুজনে। অভিযোগে খাবারে ভেজাল ও ব্যক্তিগত নিরাপত্তায় বিঘ্ন ঘটানোরও অভিযোগও করা হয়। প্রসঙ্গত, গত মাসে পঞ্জাবের লুধিয়ানায় একটি নামী রেস্তোরাঁয় মাংসের প্লেটে মরা ইঁদুর পরিবেশন করা হয়েছিল। ভিডিওটি টুইট করা হয়। এবং সেটি ভাইরাল হয়।