HomeNational আসন্ন লোকসভা নির্বাচনে সানি দেওলের কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে পারেন যুবরাজ সিং 

 আসন্ন লোকসভা নির্বাচনে সানি দেওলের কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে পারেন যুবরাজ সিং 

- Advertisement -

মহানগর ডেস্ক:   আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এর রাজনীতিতে সম্ভাব্য যোগদান নিয়ে জলঘোলা হতে ইতিমধ্যেই শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে যুবরাজ দেখা করতে যান এবং  তাঁকে কও উপহার দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করেই যুবরাজের বিজেপিতে যোগদানের জল্পনার আগুনে ঘি পড়েছে। শোনা যাচ্ছে অভিনেতা সানি দেওলের কেন্দ্রে বিজেপির টিকিটে লড়তে পারেন যুবরাজ সিং।

গুরদাসপুর লোকসভা কেন্দ্রটি আগে বলিউড অভিনেতা সানি দেওলের দখলে ছিল।   তিনি সাংসদ হিসাবে চালিয়ে যেতে অনিচ্ছুক বলে জানা  গিয়েছে।  তবে কি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন ২০১১ র ক্রিকেট বিশবকাপের অন্যতম এই নায়ক? এবার  এই প্রশ্নই ঘুরছে। জানিয়ে রাখাভাল,  চণ্ডীগড়ে যুবরাজের বাসভবন। একই সঙ্গে গুরুদাসপুরে যাতায়াত এবং পাঞ্জাবের প্রধান বিজেপি নেতাদের সাথে তার নিয়মিত যোগাযোগ বিজেপিতে যোগদানের চর্চাকে আরও বারিয়ে দিয়েছে।  যুবরাজের ম্যানেজার অনীশ গৌতম এবং পরিবারের কাছ থেকে স্পষ্টীকরণ চাওয়ার চেষ্টা করা সত্ত্বেও, প্রতিক্রিয়াগুলি তাঁরা এড়িয়ে যাওয়া হয়েছে।  এই গুজবগুলিকে কেউ নিশ্চিত বা অস্বীকার করেনি।  এটাই শুধু যে একটি অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করছে সবাই।

যুবরাজ সিং লোকসভা নির্বাচনে লড়াই করলে গৌতম গম্ভীরের পর আরও এক এক  ক্রিকেটার কে রাজনীতির ময়দানে দেখা যাবে। এই ক্রিকেট তারকা কি পদক্ষেপ নেন সেই দিকে নজর  রয়েছে গোটা রাজনৈতিক মহলেরই। লোকসভা নির্বাচনে তারকা প্রার্থীদের সামনে রেখে ভোট বাক্স ভরানো নতুন কিছু নয় তবে যুবরাজের রাজনীতিতে জগদান যে  অন্য মাত্রা নেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Most Popular