মহানগর ডেস্ক: গ্রাহকদের সুবিদার্থে বিভিন্ন সময়ে নতুন নতুন চমক নিয়ে হাজির হয় WhatsApp। অত্যাধুনিক নানান ফিচারের সাথে সাথে নির্দিষ্ট কিছু আপডেটও আসে এই অ্যাপটিতে। সম্প্রতি তেমনই এক নয়া আপডেট নিয়ে হাজির হয়েছে সংস্থা। জানা গিয়েছে, এবার থেকে WhatsApp ভিডিও কলিংয়ের ক্ষেত্রে লো লাইটেও ভিডিও কল করা যাবে। সেক্ষেত্রে এই নয়া লো লাইট মোড কম আলোতেও ভিডিওর কোয়ালিটি ঠিক রাখবে।
লো-লাইট মোড কী?
WhatsApp তার গ্রাহকদের উন্নত ভিডিও কলিংয়ের সুবিধা দিতে নয়া লো লাইট মোড নিয়ে হাজির হয়েছে। এই ফিচারটি অন্ধকারে কিংবা অল্প আলোতে ভিডিওর উজ্জ্বলতা বাড়িয়ে গ্রাহকদের ভাল মানের ভিডিও কলিং উপহার দেয়। অনেক সময় এমন হয় রাস্তায় বেড়িয়ে পরিবারের লোকজনের সাথে ভিডিও কলিংয়ে কথা বলার সময় ঠিক ঠাক আলো না পাওয়ায় মুখ অস্পষ্ট হয়ে যায়। ফলত ক্যামেরার ওপারে থাকে ব্যক্তিকে সাময়িক সমস্যার মুখোমুখি হতে হয়। এবার সেই সমস্যার সমাধান বাতলে দিল স্বয়ং WhatsApp।
ভিডিও কলিংয়ের আগে কীভাবে লো-লাইট মোড চালু করবেন?
WhatsApp ভিডিও কলিং আরও উন্নত করতে প্রথমেই নিজের WhatsApp অ্যাপ্লিকেশনটি আপডেট করুন। আপডেট হয়েছে তা সুনিশ্চিত করার পর WhatsApp খুলে পরিচিত কাউকে ভিডিও কল করুন। ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিনে প্রসারিত হলে ওপরের ডানদিকে থাকা বাল্ব আইকনে ক্লিক করুন। এরপরই লো লাইট মোড অন হয়ে যাবে। তবে মনে রাখতে হবে এই বিশেষ সুবিধা সংস্থা গ্রাহকদের অন্ধকার কিংবা অল্প আলোর পরিবেশে ভিডিও কলিংয়ে জন্য দিয়েছে। অযথা এর ব্যবহার করার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, IOS এবং Android উভয় ডিভাইসেই সংস্থা ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এই লো লাইট সুবিধাটি রেখেছে। তবে IOS এবং Android- এ এই সুবিধা থাকলেও Windows অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। বলে রাখা ভাল, WhatsApp ব্যবহারকারী তার নিজের সুবিধার্থে এই লো-লাইট মোড থেকে আলোর তীব্রতা সেট করতে পারবেন।