HomeNationalদীপাবলির আগেই লঞ্চ হতে পারে Honor Magic 7 সিরিজ, স্পেসিফিকেশনস্ জানলে চমকে...

দীপাবলির আগেই লঞ্চ হতে পারে Honor Magic 7 সিরিজ, স্পেসিফিকেশনস্ জানলে চমকে যাবেন

- Advertisement -

মহানগর ডেস্ক: চিনের মোবাইল প্রস্তুতকারক সংস্থা Honor তাদের Magic 7 সিরিজের ফোনগুলি কবে লঞ্চ করবে তা নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই জল্পনার অবসান ঘটাল সংস্থা। জানা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকে Honor Magic 7 সিরিজ লঞ্চ হতে পারে চিনে। পরবর্তীতে ধীরে ধীরে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের বাজারে 7 সিরিজের স্মার্ট ফোনগুলি আনা হবে। কাজেই বাজারে পা রাখার আগে জেনে নিন Honor Magic 7 সিরিজ স্মার্টফোনগুলির সম্ভাব্য স্পেসিফিকেশনস।

Honor Magic 7 সিরিজ ঠিক কবে নাগাদ লঞ্চ করা হবে?
Honor তাদের আসন্ন Magic 7 সিরিজ নিয়ে Weibo পোস্টে একটি বার্তা প্রকাশ করেছে। যেখানে জানানো হয়েছে, Honor Magic 7 সিরিজ Magic OS 9.0 এর সাথে লঞ্চ হওয়ার পাশাপাশি Android 15 এর UI সাপোর্ট সহ আসতে পারে। 23 অক্টোবর এই স্মার্টফোনের সমস্ত ফিচার প্রকাশ্যে আনা হবে বলেই জানা গিয়েছে। তবে এখানেই শেষ নয়, সংস্থা জানিয়েছে, আগামী 30 অক্টোবর চিনের বাজারে Honor Magic 7 সিরিজের ফোনগুলি লঞ্চ করার প্রবল সম্ভাবনা রয়েছে।

Honor Magic 7 Pro ফোনটির স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত যা খবর, Honor তাদের 7 সিরিজে ভ্যানিলা মডেল এবং Magic 7 Pro এই দুই ভেরিয়েন্ট রাখতে পারে। Magic 7 Pro স্মার্টফোনটির বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এই ফোন LPDDR5X RAM এবং UFS 4.0 অনবোর্ড স্টোরেজের সমর্থন করবে। পাশাপাশি ফোনটিতে নয়া Snapdragon 8 Gen 4 SoC চিপ সেট দেওয়া হতে পারে। ফোনটির ডিসপ্লের প্রসঙ্গে আসলে, এই ফোনে থাকতে পারে একটি 6.82-ইঞ্চির 2K ডুয়াল-লেয়ার OLED স্ক্রিন ডিসপ্লে। যা 120Hz রিফ্রেশ রেট ও Kunlun Glass প্রটেকশনের সাথে আসবে।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পড়ল একটি সিংহ, তারপর যা হল! দেখুন ভাইরাল সেই ভিডিও

Honor Magic 7 Pro-এর ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে থাকতে পারে 50MP OmniVision OV50H একটি প্রাথমিক সেন্সর ও 50MP আল্ট্রাওয়াইড শ্যুটার সহ Sony IMX882 সেন্সর, একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স বা একটি 200MP Samsung ISOCELL HP3 সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাআপ। সেলফির জন্য এই ফোনে থাকবে 3D সেন্সরের পাশাপাশি একটি শক্তিশালী 50MP ক্যামেরা। ক্যামেরার পাশাপশি ফোনটিতে 5,800mAh এর একটি শক্তিশালী ব্যাটারি থাকবে। সাথে পাওয়া যাবে 100W ওয়্যার চার্জিং সাপোর্ট ও 66W ওয়্যার লেস চার্জিং সুবিধা। এছাড়াও জল ও ধুলো থেকে রক্ষা করতে IP68 বা IP69- এর সুরক্ষা দেওয়া হতে পারে।

Most Popular