মহানগর ডেস্ক: চাঁদ এখন ভারতের হাতের মুঠোয়। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদেরর দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান-৩ । দক্ষিণ আফ্রিকা থেকেই ভারতের এই সাফল্যের সাক্ষী থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রম সফলভাবে অবতরণ করার পরে ভারত এবং সমগ্র বিশ্বকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যত আমাদের দৃষ্টিভঙ্গি বিশ্বজুড়ে অনুরণিত হচ্ছে। এই মানব-কেন্দ্রিক পদ্ধতিকে সর্বজনীনভাবে স্বাগত জানানো হয়েছে। আমাদের চাঁদ মিশনটিও মানব-কেন্দ্রিক পদ্ধতির উপর ভিত্তি করে, যার কারণে সাফল্য সবার জন্য মানবতা। এটি ভবিষ্যতে অন্যান্য দেশের চাঁদ পৌঁছানোর মিশনে সহায়তা করবে।” তিনি আরও বলেছেন, “আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম এবং প্রতিভার কারণে ভারত অজানা চন্দ্র দক্ষিণ মেরুতে পৌঁছেছে। নতুন প্রজন্মের জন্য গল্প, পৌরাণিক কাহিনী এবং উপাখ্যান বদলে যাবে। আগে বলা হত চাঁদ অনেক দূরে , এখন শিশুরা বলবে চান্দা মা বাস এক সফর হ্যায় (চাঁদ শুধু একটি সফর দূরে)।” ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) ল্যান্ডার বিক্রমের সফল টাচডাউন নিশ্চিত করার কয়েক সেকেন্ড পরে প্রধানমন্ত্রীর দেশ সহ গোটা বিশ্বের উদ্দেশ্যে এই ভাষণ দেন। অভিনন্দন জানান চন্দ্রযান-৩ এর সঙ্গে যুক্ত সকল ইসরোর বিজ্ঞানীদের। ভারতের এই সফলতা যে গোটা বিশ্বের কাছে অনুপ্রেরনা হয়ে থাকবে তা বলতেও ভোলেননি মোদী। জোহানেসবার্গ থেকে ইসরোর বিজ্ঞানীদের সম্বোধন করে তিনি বলেছিলেন, “এটি চিরকাল লালন করার একটি মুহূর্ত। ভারত এখন চাঁদে এবং এখন ‘চন্দ্রপথে’ হাঁটার সময়।”
উল্লেখ্য,রোভার প্রজ্ঞান তিন ঘণ্টারও বেশি সময় পর ল্যান্ডার ক্রাফট থেকে বের হবে। রোভার প্রজ্ঞান চাদে জল, বাসস্থান হবে কিনা তাই নিয়েও একাধিক তথ্য পাঠাবে ভারতে। এই সফলতার পর চাঁদ সম্পর্কে বহু অজানা তথ্য জানা যাবে যা মানুষের এখনও অজানা।