HomeNationalMiracle Things Found: মা মনসার দুটি চোখ বোজা, অলৌকিক কাণ্ড ঘিরে হইহইকাণ্ড

Miracle Things Found: মা মনসার দুটি চোখ বোজা, অলৌকিক কাণ্ড ঘিরে হইহইকাণ্ড

- Advertisement -

মহানগর ডেস্ক : রাতে যখন দেবী মনসার পুজো হয়েছিল,তখন তাঁর দুটো চোখ যেমন খোলা থাকে, তেমনই খোলা ছিল। কিন্তু সকালে ভক্তেরা এসে দেখতে পান দেবীর দু চোখ বোজা (Miracle Things Found)। খবর চাউর হওয়ার পর থেকে দূর দূরান্ত থেকে দলে দলে মানুষ আসতে শুরু করেন মা মনসার চোখ বন্ধ করা মূর্তি দেখতে।

বেশ কিছুদিন আগে ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। প্রাচীন মনসা মন্দিরটি দুবরাজপুরের (Dubrajpore)ডঙ্গলতলা এলাকায়। প্রতিদিনিই ভোরবেলা থেকে বহু মানুষ এই মন্দিরে আসেন । ঘটনার আগের দিনও সেরকমই ভক্তরা এসেছিলেন মা মনসার দর্শন করতে।  সকালে এক ভক্ত মন্দিরে মা মন্দিরে দর্শন করতে আসেন। তাঁর দাবি মা মনসার দুটি চোখই বন্ধ রয়েছে। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

সেসময়ই বহু ভক্ত মন্দিরে এসেছিলেন দেবীকে দর্শন করতে। খবর পাওয়া মাত্র মন্দিরে ভিড় জমান সবাই। সবার একটাই উদ্দেশ্য দেবীর  অলৌকিক চোখ বন্ধ করা মূর্তি স্বচক্ষে চাক্ষুষ করা। বহু মানুষ সেখানে গিয়ে দেখেন দেবীর চোখ সত্যি সত্যি বন্ধ এবং দেবীর মুখ জল ঢালার পর চোখ দুটি শেষপর্যন্ত খুলে যায়। স্থানীয়দের দাবি, এটি অলৌকিক ঘটনা ছাড়া কিছু নয়।

 কেউই এই রহস্য নিয়ে কিছু বলতে পারছেন না। কেউ কেউ ভেবেছিলেন রং ঢোকার কারণে দেবীর চোখ দুটি বন্ধ হয়ে গিয়েছে। জল দিয়ে পরিষ্কার করার পর চোখ দুটি খুলে যায়। তবে কারণ যাই থাক, এ নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রাবণ মাসের শেষ দিনে হিন্দুদের ঘরে ঘরে মনসার পুজো হয়ে থাকে। সাগর দে নামে এক স্থানীয় বাসিন্দা জানান তাঁরা সকালে এসে দেখতে পান মা মনসার দুটো চোখ বন্ধ রয়েছে। ঘটনার কথা জানাজানি মন্দিরে ভিড় ভেঙে পড়ে। এ ধরণের ঘটনা এর আগে কখনও ঘটেনি।

Most Popular