HomeNationalতিন মাসে মহারাষ্ট্রে নিখোঁজ পাঁচ হাজারেরও বেশি মহিলা, চাঞ্চল্যকর রিপোর্ট

তিন মাসে মহারাষ্ট্রে নিখোঁজ পাঁচ হাজারেরও বেশি মহিলা, চাঞ্চল্যকর রিপোর্ট

- Advertisement -

মহানগর ডেস্ক: এ বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে মহারাষ্ট্র থেকে নিখোঁজ হয়েছে পাঁচ হাজার ছশো মহিলা । যাদের অধিকাংশেরই বয়েস আঠেরো থেকে পঁচিশের মধ্যে। রাজ্য মহিলা কমিশনের তথ্য থেকে এই তথ্য জানা গিয়েছে  । গত জানুয়ারিতে ষোলোশো মহিলা বাড়িতে কিছু না বলে চলে গিয়েছেন। ফেব্রুয়ারিতে নিখোঁজ হন এক হাজার আটশো দশ জন। মার্চে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার দুশোজন। সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়ে কমিশনের চেয়ারপার্সন রূপালি চাকানদার ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন।

তথ্য থেকে জানা গিয়েছে প্রতিদিন আঠেরো থেকে পঁচিশ বছর বয়েসি তরুণী বাড়ি ছাড়ছেন। চেয়ারপার্সন জানান,২০২০ সাল থেকে দেশের মধ্যে মহারাষ্ট্রেই সব থেকে বেশি মহিলা নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সংখ্যা শহর থেকে গ্রামেই বেশি বলে জানা গিয়েছে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার প্রেম কিষাণ জৈনি জানিয়েছেন মহিলাদের নিখোঁজ হওয়ার পেছনে চারটি প্রধান কারণ রয়েছে। প্রথমটি ভিনজাতের পুরুষের সঙ্গে প্রেম, পরিবারে কড়া শাসন, বাবা-মা মারা যাওয়ার পর দাদা ও জামাইবাবুর হেনস্থা এবং জীবনে নিজে কিছু করার ইচ্ছে।

নিখোঁজ মহিলাদের পরিবারের লোকেরা তাদের নিখোঁজ হওয়ার কারণ জানলেও এ নিয়ে পুলিশের কাছে জানাতে চান না। কোনও কোনও ক্ষেত্রে নারীপাচার চক্রের শিকার হয়েছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার জানিয়েছেন ইদানীং অধিকাংশ মেয়েই নিজেদের পছন্দমতো পুরুষকে বিয়ে করছে। তিনি জানান কোনও মেয়ে যদি তার পছন্দমতো কারোকে বিয়ে করতে চায়, তা নিয়ে অভিভাবকদের কাছ থেকে বাধা এলেই তারা ঘর ছাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক অফিসার জানিয়েছেন আঠেরো বছরের কোনও মেয়ে নিখোঁজ হলে পুলিশ অপহরণের মামলা রুজু করে থাকে।

অন্যদিকে আঠেরোর ওপরে কোনও মেয়ে নিখোঁজ হলে মিসিং ডায়েরি করা হয়। যদি কোনও প্রাপ্তবয়স্ক মহিলা নিজের ইচ্ছেয় কোনও প্রাপ্তবয়স্ক পুরুষকে বিয়ে করে ঘর ছেড়ে যায়,তাহলে পুলিশের আইনত কিছু করার থাকে না। স্বেচ্ছাসেবী সংগঠন মহারাষ্ট্র মাস ইন্ডিয়ার সভানেত্রী অংশু খান্না জানান নিজেদের মেয়ের সঙ্গে অভিভাবকদের আরও বেশি যোগাযোগ রাখতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বড় জোর মনস্তত্ত্ববিদ ও পুলিশকে সঙ্গে নিয়ে অভিভাবক ও তাদের মেয়েদের সচেতন করতে পারে।

Most Popular