HomeNationalMysterious Shiva Idol: পুকুর থেকে পাওয়া রহস্যময় সাদা রঙের শিবলিঙ্গ ঘিরে তোলপাড়...

Mysterious Shiva Idol: পুকুর থেকে পাওয়া রহস্যময় সাদা রঙের শিবলিঙ্গ ঘিরে তোলপাড় গোবরডাঙা

- Advertisement -

মহানগর ডেস্ক: ধবধবে সাদা পাথরের শিবের মূর্তি (Mysterious Shiva Idol) ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙায় । চৈত্র মাসে পুকুরে স্নান করার সময় বিগ্রহটি পায় স্থানীয় দুই শিশু। কিন্তু সেটি পাওয়ার পর কোথায় রেখে তার পুজো করা হবে, তা  ঠিক করে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা।

কারণ কেউই সাদা পাথরের শিবলিঙ্গটি বাড়ি নিয়ে যেতে রাজি হচ্ছিলেন না। এমনকী পুরোহিত বা শিবভক্তরাও রাজি হননি। তবে ঠিক কী কারণে তাঁরা বাড়ি নিয়ে পুজো করতে চাননি, তা জানা যায়নি। এ কারণে পুকুরের কাছে মন্দির তৈরি করে শ্বেত শিবলিঙ্গটির পুজো করার মনস্থ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে স্থানীয় এক পুরোহিত বাড়ি নিয়ে গিয়েছিলেন বিগ্রহটি, কিন্তু দিন দুই পরেই তা ফেরত দিয়ে যান। তবে বিগ্রহ ফেরত দেওয়ার কোনও কারণ তিনি জানাননি। পরে ওই শ্বেত শিবলিঙ্গটি এলাকার শীতলা মন্দিরে রাখা হয়। কিন্তু তারপরেই সেটি আগের জায়গায় ফিরিয়ে আনা হয়।

স্থানীয়দের বিশ্বাস ওই পুকুরের কাছে কলাগাছের নীচে শিবমূর্তি স্থাপন করা হয়েছিল। সাতজন বাসিন্দা একেএকে তাঁদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন পুজোর জন্য। কিন্তু কোনও অবস্থাতেই তাকে রাখা সম্ভব হয়নি। ওই পুকুর ছাড়া আর অন্য কোথাও বিগ্রহটি রাখা সম্ভব নয়। এ কারণে সেখানে মূর্তিটি প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছেন এলাকার বাসিন্দারা। মন্দির নির্মাণে টাকা সংগ্রহ শুরু হয় । ইতিমধ্যে রহস্যময় শিবমূর্তির অলৌকিক মহিমার কথা জানাজানির পর দলে দলে বিগ্রহ দর্শন করতে মানুষ আসতে শুরু করেন। মন্দির নির্মাণে টাকা দান করতে শুরু করেছেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। নীলপুজোয় মন্দিরের উদ্বোধন হয়েছে বলে জানা গিয়েছে। সাদা রঙের রহস্যময় মূর্তিকে ঘিরে গোবরডাঙায় আলোড়ন চলছেই ।

 

 

Most Popular