মহানগর ডেস্ক: দেশজুড়ে সাইবার প্রতারণা বাড়ার কারণে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এসবের অঙ্গ হিসেবে মোবাইলের সিম যাচাই করা, একসঙ্গে বিপুল সংখ্যায় সিম ইস্যু করার পাশাপাশি সিম বিক্রেতাদের তথ্য যাচাই নিয়ে নয়া আইন চালু করতে চলেছে তারা। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় যোগাযোগ, তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা ঘোষণা করে জানান কেন্দ্র প্রতারণামূলক পদ্ধতির সাহায্যে পাওয়া বাহান্ন লক্ষেরও বেশি সংযোগ নিষ্ক্রিয় করে দিয়েছে।
যেসব ডিলার এ ধরণের প্রতারণামূলক পদ্ধতি কাজে লাগিয়ে সিমের ব্যবস্থা করেছে, সেরকম ৬৭ হাজার ডিলারকে কালো তালিকা ভুক্ত করা হয়েছে। সাইবার প্রতারণার ব্যাপারে ৩০০টি এফআইআর দায়ের হয়েছে। গত মে মাসে টেলিকম ডে-তে তিনটি ক্রেতামুখি সংস্কার করা হয়েছিল। ওই তিনটি সংস্কার হল সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, নো ইয়োর মোবাইল এবং এএসটিআর।
আর এখন সেগুলির সঙ্গে আরও দুটি সংস্কারও করছে কেন্দ্র বলে জানিয়েছেন মন্ত্রী। এই দুটি সংস্কারের মূল লক্ষ্য ব্যবহারকারীদের সুরক্ষা এবং সাইবার প্রতারণার ঘটনা হ্রাস ঘটানো। নতুন নিয়মে সমস্ত সিম কার্ড বিক্রেতার বাধ্যতামূলক পুলিশ ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হচ্ছে।
ভেরিফিকেশন করবেন টেলিকম অপারেটররা এবং এই নিয়ম লঙ্ঘন করা হলে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। ভেরিফিকেশনের জন্য বারো মাস সময় দেওয়া হচ্ছে। এছাড়া কেওয়াইসির অধীনে ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ, বিশাল সংখ্যায় সিম ইস্যু না করা-সহ বেশ কিছু সুরক্ষা পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রের আইটি মন্ত্রক।