মহানগর ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফল নিয়ে চিন্তা বাড়ছে। আগে থেকেই এই বিষয়ে আবহাওয়া দফতর সতর্ক করেছে। অন্ধপ্রদেশের দক্ষিণ অংশের উপকূলে মঙ্গলবার আছড়ে পড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড় ক্রমশ এগিয়ে আসছে তামিলনাড়ুর উত্তর এবং অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূলের দিকে। আগাম সতর্কবার্তার মধ্যেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রবিবার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির সঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলা প্রস্তুতির পর্যালোচনা নিয়ে কথা বলেছেন এবং তাঁকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এমনটাই কর্মকর্তারা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী রাজ্যের সমস্ত সম্ভাব্য সহায়তা নিশ্চিত করার জন্য শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। জানিয়ে রাখা ভাল, রবিবার বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ ঘনীভূত হয়েছে এবং ৮০-৯০ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ সহ ৫ ডিসেম্বরের মধ্যাহ্নে নেলোর এবং মাছিলিপত্তনমের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা হাওয়া বইতে পারে বলে আইএমডি একটি বুলেটিনে বলেছে।
তামিলনাড়ুর উত্তরাংশের উপকূল এলাকায় বৃষ্টি ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশের বহু এলাকার আকাশে মেঘলা। সোমবার থেকে ঝোড়ো হাওয়া বইবে। ক্ষয়ক্ষতি প্রাণহানি রুখতে তামিলনাড়ু সরকার সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে চেন্নাই, চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় সোমবার ছুটি ঘোষণা করেছে। পণ্ডিচেরী, কারাইকাল, ইয়ানামেও বন্ধ রাখা হচ্ছে স্কুল-কলেজ। দক্ষিণ-মধ্য রেলওয়ে ৩ থেকে ৭ ডিসেম্বর ১১৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে।