HomeNationalGandhi Jayanti: জন্মদিনে রাজঘাটে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের

Gandhi Jayanti: জন্মদিনে রাজঘাটে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের

- Advertisement -

নয়াদিল্লি: আজ ২ অক্টোবর। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনেই তাঁকে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে উপস্থিত হয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। একে একে সকলেই করছেন শ্রদ্ধা নিবেদন। সকাল সকালই বাপু জন্মবার্ষিকীতে রাজঘাটে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস নেতারা। প্রধানমন্ত্রী  বলেছেন, মহাত্মা গান্ধীর প্রভাব বিশ্বব্যাপী এবং সারা বিশ্বের মানুষকে একতা ও সহানুভূতি প্রচারে অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী মোদী এক্স হান্ড্যেলে লিখেছেন, “গান্ধী জয়ন্তীর বিশেষ উপলক্ষ্যে আমি মহাত্মা গান্ধীকে প্রণাম জানাই। তাঁর নিরন্তর শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলেছে। মহাত্মা গান্ধীর প্রভাব বিশ্বব্যাপী, সমগ্র মানবজাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনাকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করে। আমরা যেন সবসময় তাঁর স্বপ্ন পূরণের জন্য কাজ করি। তার চিন্তাধারা প্রতিটি যুবককে সেই পরিবর্তনের এজেন্ট হতে সক্ষম করে যা সে স্বপ্ন দেখেছিল, সর্বত্র ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলে।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীকে পুষ্পস্তবক অর্পণ করেছেন।  তিনি তাঁর এক্স  হান্ড্যেলে একটি পোস্টে লিখেছেন, ” তাঁর চিন্তাভাবনাগুলি নিছক নিষ্ক্রিয় সঙ্গীত ছিল না, তবে তাঁর মজবুত অনুশীলনের ফলাফল ছিল। যে দর্শনটি জীবনের অংশ নয়, তার মতে, “ধুলার মতো শুকনো” চিন্তাভাবনা। , কথা ও কাজ তার ক্ষেত্রে একটি টুকরো ছিল।” অন্যদিকে আজ রাজঘাটে মহত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ অনান্য কংগ্রেস নেতা। আবার আজ দিল্লির রাজঘাটে যেতে পারেন সর্বভারতীয় তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Most Popular