Home National বড়সড় চমক, ভারতে প্রকাশ পেল প্রথম হাইড্রোজেন ইন্টারসিটি বাস

বড়সড় চমক, ভারতে প্রকাশ পেল প্রথম হাইড্রোজেন ইন্টারসিটি বাস

by Mahanagar Desk
4 views

নিজস্ব সংবাদদাতা: বড়সড় চমক এল ভারতে। এই প্রথম Daimler ইন্ডিয়া কমার্শিয়াল ভেহিকেল মালিকাধীন BharatBenz এবং রিলায়েন্স গোষ্ঠী একত্রে দেশে হাইড্রোজেন বাস (hydrogen intercity bus) লঞ্চ করেছে। যেহেতু দিন দিন পরিবেশ দূষণ বাড়তেই চলেছে তাই এহেন পরিস্থিতিতে, পরিবেশ দূষণ কমাতে বিশুদ্ধ জ্বালানি চালিত যানবাহনের উপর জোর দিচ্ছে সরকার। আর সেই কারণেই এই উদ্যোগ। সরকারের মতে প্রথমবার এই উদ্যোগ তারা নিয়েছেন। আর এর পিছনে সবথেকে বড় মত পোষণ করেছেন ইন্ডিয়া কমার্শিয়াল ভেহিকেল মালিকাধীন ভার্টাবেঞ্জ এবং রিলায়েন্স কোম্পানি। এটি ভারতের প্রথম সরকারি উদ্যোগে গড়ে ওঠা একটি গাড়ি। যার মাইলেজ ৪০০ কিলোমিটার।

সরকারি মতে দাবি করা হয়েছে,এই বাস (hydrogen intercity bus) সর্বোচ্চ ৩০০ হর্সপাওয়ার শক্তি তুলতে পারে বলে। এটি একটি শক্তিশালী বাস,যেটির ক্ষমতা অসীম। শুধু এখানেই শেষ নয়,এটি বিশ্বের মধ্যে অন্যতম ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল ইন্টারসিটি বিলাসবহুল কোচ। এই গাড়িটি ডিজাইন করেছে রিলায়েন্স গোষ্ঠী। ভারতবেঞ্জ, কাস্টমাইজ চেসিসের উপর ভিত্তি করে গাড়িটি বানিয়েছে। গাড়িটির যেমন ফিচারস তেমনি দেখতেও সুন্দর।

আরও পড়ুন: রাজ্যের ঝড়-জলের সম্ভাবনা! একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়ার আপডেট

প্রসঙ্গত,এটি একটি ইন্টারসিটি বিলাসবহুল কোচ স্টাইলের হাইড্রোজেন জ্বালানি চালিত বাস। এটি ,প্রথমবার সামনে আনা হয় গোয়ার তালেইগাওতে ভারতের জি20 প্রেসিডেন্সির অধীনে চতুর্থ এনার্জি টার্নজিসন ওয়ার্কিং গ্রুপের বৈঠকে।জানা গিয়েছে, আগামী 12 মাস এই হাইড্রোজেন চালিত বাসটি সম্পূর্ণরূপে যাচাই করা হবে।

যাচাই করার আগে কোনও রকম বিবেচনা বাঞ্ছনীয় নয়। তবে, সাধারণ জনগণকে আশ্বস্ত করা হচ্ছে যে, এই সুদিন একদিন ঠিক আসবে যেখানে আমজনতা এই গাড়িটি উপভোগ করতে পারবেন। আর, সবথেকে খুশীর খবর এটাই যে,এটি দূষণও আটকাবে সমান পরিমাণে। যাতে পরিবেশও থাকবে দূষণমুক্ত।ফলে কমবে বিশ্ব উষ্ণায়নের মাত্রা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved