HomeNationalদুর্নীতিতে জেরবার দুই দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-রেলওয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ 

দুর্নীতিতে জেরবার দুই দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-রেলওয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ 

- Advertisement -

মহানগর ডেস্ক: সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সর্বশেষ বার্ষিক রিপোর্টের জেরে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। আর এই চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী শাহর দফতর দুর্নীতির এক নম্বরে। গত বছর সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মচারীদের বিরুদ্ধে। আর তার ঠিক পরেই দুর্নীতিতে দ্বিতীয় ধাপে উঠে এসেছে রেলওয়ে এবং ব্যাঙ্কে কর্মরতরা।

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সর্বশেষ বার্ষিক রিপোর্ট বলছে, ২০২২ সালে কেন্দ্রীয় সরকারী বিভাগ সহ সংস্থাগুলির সকল বিভাগে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে মোট ১,১৫,২০৩টি অভিযোগ জমা পড়েছে। রিপোর্ট অনুযায়ী, অতগুলো অভিযোগের মধ্যে এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৮৫ হাজার ৪৩৭টি মামলার। এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে ২৯ হাজার ৭৬৬ টি। তার মধ্যে আবার তিন মাসেরও বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা কম করে ২২ হাজার ৩৪ টি।

আরও পড়ুন: ‘কে কাকে সিধে করে দেখে নেব’, দিলিপের মন্তব্যে পাল্টা হুঁশিয়ারি পড়ুয়াদের

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন(CVC) এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য তিন মাস সময় দিয়েছে চিফ ভিজিল্যান্স অফিসারদের। প্রকাশিত রিপোর্টে আরও বলা হয়েছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর তার কর্মচারীদের বিরুদ্ধে ৪৬,৬৪৩টি অভিযোগ পেয়েছিল। ১০,৫৮০ টি রেলওয়ে এবং ৮,১২৮টি ব্যাঙ্কগুলি পেয়েছে। সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের বিরুদ্ধে মোট অভিযোগের মধ্যে, ২৩,৯১৯টি নিষ্পত্তি করা হয়েছে এবং ২২,৭২৪টি নিষ্পত্তি করা হয়েছে – ১৯,১৯৮টি অভিযোগ প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে মুলতুবি রয়েছে।

অন্যদিকে, ৯,৬৬৩টি অভিযোগ নিষ্পত্তি করেছে রেল। এখনো পর্যন্ত ৯১৭ টি নিষ্পত্তি রয়েছে। তার মধ্যে আবার নয়টি তিন মাসেরও বেশি সময় ধরে মুলতুবি। প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকগুলো ৭,৭৬২টি দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি করেছে। ৩৬৭টি মুলতুবি আছে। যার মধ্যে ৭৮টি আরো তিন মাস ধরে মুলতুবি রয়েছে।

আরও পড়ুন: পাঞ্জাব সীমান্তে গ্রেফতার দুই পাকিস্তানি মাদক পাচারকারী, উদ্ধার ২৯ কেজি হেরোইন

ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি সরকারের কর্মচারীদের বিরুদ্ধে ৭,৩৭০টি অভিযোগ ছিল। ৬,৮০৪টি নিষ্পত্তি করা হয়েছে। এবং ৫৬৬টি বিচারাধীন। ১৮টি তিন মাসের বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে ৪,৭১০টি অভিযোগ আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের (কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ সহ)। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, দিল্লি আরবান আর্ট কমিশন, হিন্দুস্তান প্রিফ্যাব লিমিটেড, হাউজিং এবং কর্মীদের বিরুদ্ধে। আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এনবিসিসি এবং এনসিআর প্ল্যানিং বোর্ডের বিরুদ্ধেও মামলা রয়েছে।

এর মধ্যে ৩,৮৮৯টি নিষ্পত্তি করা হয়েছে এবং ৮২১টি মুলতুবি রয়েছে। ৫৭৭টি তিন মাসেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে। CVC বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে যে কয়লা মন্ত্রকের বিরুদ্ধে ৪,৩০৪টি অভিযোগ ছিল (৪,০৫০টি নিষ্পত্তি করা হয়েছে), ৪,২৩৬টি শ্রম মন্ত্রকের বিরুদ্ধে ছিল (৪,০১৬টি নিষ্পত্তি করা হয়েছে) এবং ২,৬১৭টি পেট্রোলিয়াম মন্ত্রকের কর্মীদের বিরুদ্ধে (২,৪০৯টি নিষ্পত্তি করা হয়েছে)৷

 

Most Popular