মহানগর ডেস্ক: মূত্র ভরার ব্যাগ ফুরিয়ে যাওয়ায় তার বদলে সংজ্ঞাহীন অসুস্থ রোগীকে দেওয়া হল স্পিরিটের বোতল (Senseless Patient Provided Spirit Bottle)। ঘটনাটি ঘটেছে বিহারের জামুইয়ের সদর হাসপাতালে। চিকিৎসার সরঞ্জামের অভাব ঘটায় ওই রোগীকে স্পিরিটের বোতল দেন হাসপাতালের কর্মীরা। সরঞ্জামের অভাব থাকায় বিকল্প হিসেবে প্লাস্টিকের বোতল দিয়ে কাজ সামাল দেওয়া হয়। ঘটনাটি হাসপাতালের কর্তৃপক্ষের নজরে আনার জন্য এবং ওই হাসপাতালে নাগরিকদের দুর্দশার কথা তুলে ধরতে ক্যামেরাবন্দি করা হয়।
টুইটে ঘটনাটির ভিডিও শেয়ার করে লেখা হয় এটাই হচ্ছে নীতীশকুমারের বিহারে স্বাস্থ্য পরিকাঠামোর আসল ছবি। টুইটটি উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও ট্যাগ করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান তাঁরা চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয় সম্পর্কে অবহিত নন। অসুস্থ রোগীকে জরুরি পরিষেবা দিতে ঠান্ডা পানীয়ের বোতল দেওয়ার বিষয়টিও তাঁদের জানা নেই। যে কর্মী স্যানিটাইজ করা ও চিকিৎসার জন্য মূত্র ধরে রাখার ব্যাগ ওই রোগীকে দিয়েছেন, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।