HomeNationalTeen Died By Dog Bite: পড়শির কুকুরের কামড়ের খবর বাবা-মাকে গোপন, বিনা...

Teen Died By Dog Bite: পড়শির কুকুরের কামড়ের খবর বাবা-মাকে গোপন, বিনা চিকিৎসায় মৃত কিশোর

- Advertisement -

মহানগর ডেস্ক: দেড় মাস আগে পড়শির কুকুর কামড়েছিল চোদ্দ বছরের কিশোরকে। কিন্তু সে কথা বাবা-মায়ের কাছে গোপন রেখেছিল সে। তাদের ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি। হয়নি কোনও চিকিৎসা। দেড় মাস পরে মৃত্যু হল সেই কিশোরের (Teen Died By Dog Bite)।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গাজিয়াবাদের বুলন্দশহরে চিকিৎসার জন্য নিয়ে আসে তার বাবা-মা। নিয়ে আসার সময় শাহবাজ নামে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। দেড় মাস আগে বিজয় নগর থানার অধীনে চরণ সিং কলোনির বাসিন্দা শাহবাজকে পড়শির কুকুর কামড়ে দেয়। কিন্তু ভয়ে সে ঘটনাটি বাবা-মাকে জানায়নি। এরপর রাবিস সংক্রমণ হয় শাহবাজের। তার আচরণে অস্বাভাবিকতা দেখা যায়।

সেপ্টেম্বরের এক তারিখ থেকে খাওয়া বন্ধ করে দেয় কিশোরটি। বাবা-মা বারবার জিজ্ঞেস করার পর শাহবাজ তাঁদের জানায় তাকে পড়শির কুকুর কামড়েছিল। এরপরই তাকে দিল্লিতে সরকারি হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা। কিন্তু সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। শেষপর্যন্ত শাহবাজকে বুলন্দশহরে এক আয়ুর্বেদ চিকিৎসকের কাছে নিয়ে যান তার বাবা মা। তাকে অ্যাম্বুলেন্সে করে গাজিয়াবাদে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়। এই ঘটনায় কুকুরের মালিক পড়শির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শাহবাজের পরিবারের লোকজনেরা। কোতোয়ালি অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানিয়েছেন কুকুর মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।   

 

Most Popular