HomeNationalগুলিবিদ্ধ অ্যামাজন ম্যানেজার! খুনের ঘটনায় ঘনাচ্ছে রহস্য

গুলিবিদ্ধ অ্যামাজন ম্যানেজার! খুনের ঘটনায় ঘনাচ্ছে রহস্য

- Advertisement -

মহানগর ডেস্ক: দেশে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কোনভাবেই এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। প্রতিদিন কিছু না কিছু ঘটেই চলেছে। এই ঘটনাটি দিল্লীর ভজনপুরার সুভাষ বিহার এলাকার। অ্যামাজন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে। মৃত ব্যক্তির নাম হারপ্রীত গিল। বয়স ৩৬।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় তাঁর সাথে থাকা তাঁর চাচাও গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হত্যাকারীরা অজ্ঞাত বলেই জানানো হয়েছে পুলিশ কর্মীদের পক্ষ থেকে। রাত প্রায় 11:30 টার সময় খুনের ঘটনা জানানো হয়েছিল যখন হারপ্রীত গিল এবং তার চাচাকে গুলিবিদ্ধ করা হয়।

আরও পড়ুন:

হারপ্রীত গিল ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সাথে সিনিয়র ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। গুলিবিদ্ধ করে হত্যা করার পরে দুই আহতকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসকরা হারপ্রীত গিলকে মৃত বলে ঘোষণা করেন। হারপ্রীত গিলের চাচা এখনো চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।

Most Popular