মহানগর ডেস্ক: রাজস্থানের নাগৌর জেলায় মুখোশধারী চোরেরা একটি এটিএমে ঢুকে লাখ লাখ টাকা লুঠ করে পালিয়েছে। সূত্রের খবর, এই এটিএমে ২৪ লক্ষ টাকা রাখা ছিল যা চোরেরা নিয়ে পালিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি পুরোটাই ATM-এর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল।
পুলিশ বলেছেন, শ্রীবালাজি থানা এলাকার জোধিয়াসি গ্রামের বাজারে স্থাপিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমটি উপড়ে ফেলে এবং একটি গাড়িতে করে টাকা গুলো নিয়ে যায় ছয়জন অজ্ঞাত দুষ্কৃতী। পিটিআই, জানিয়েছে রাজস্থানের নাগৌর জেলায় মুখোশধারী চোরেরা এই কাজ করেছে। যেটা পুলিশ জানতে পেরেছিল বৃহস্পতিবার।