মহানগর ডেস্ক: প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন স্বর্ণমন্দিরে। বিশেষ করে কোনও ধর্মীয় অনুষ্ঠাম হলে সেখানে আসেন কাতারে কাতারে মানুষ। সেই স্বর্ণমন্দিরেই ঘটে গেল এমন ঘটনা। একদিন পরেই ছিল গুরুনায়ক জয়ন্তী। তার আগেই একলক্ষ টাকা চুরি হল পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে। চুরির পরে সিসিটিভির সাহায্যে বিষয়টি জানতে পেরে চারজন সন্দেহভাজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শ্রী হরমন্দির সাহিব গুরুদোয়ারা যা স্বর্ণমন্দির হিসেবে সবার কাছে পরিচিত, সেখানে ঘুরতে আসা চারজন থেকে ডোনেশন বক্স থেকে এক লক্ষ টাকা চুরি করে।
জানা গিয়েছে ভক্তদের দেওয়া লঙ্গরখানা, ধর্মীয় স্থানে নানা ধর্মীয় কাজে আর্দাসের জন্য টাকা চুরি করে চারজন। পুলিশ যেসব ছবি পেয়েছে তাতে দেখা গিয়েছে চারজন কাঁচা রসিদ ছিড়ে ফেলছে। জানা গিয়েছে সন্দেহজনক চারজন প্রার্থনা করার অছিলায় মন্দিরের কর্মীদের ধোঁকা দিয়ে রসিদ নিয়ে নেয়। তারপরই চোখে ধুলো দিয়ে টাকাটা হাতিয়ে নেয়। এর আগে এবছর ভারতের একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। জুন মাসে সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি শবরীমালা মন্দির থেকে সোনার গয়না হাতিয়ে নিয়ে যাচ্ছে। রেজিকুমার নামে পরিচিত ট্রাভানকোর দেবস্বমের এক কর্মীকে দেখা যায় দানের বাক্স থেকে সোনার চুরি সরাতে।