HomeNationalবিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন বানিয়ে ওয়ার্ল্ড রেকর্ডের দাবিদার ভারতের এই যুবক,...

বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন বানিয়ে ওয়ার্ল্ড রেকর্ডের দাবিদার ভারতের এই যুবক, ওজন মাত্র 25 গ্রাম

- Advertisement -

মহানগর ডেস্ক: ওয়াশিং মেশিন, শব্দটির সাথে পরিচিত প্রায় সকলেই। দৈনন্দিন পোশাক পরিষ্কার থেকে ধোয়া সব কিছুর জন্যই ব্যবহৃত এই যন্ত্র দেশে ছড়িয়ে বিদেশের মাটিতেও নিজদের আধিপত্য বিস্তার করেছে। গোটা বিশ্বে নানান সংস্থার নামিদামি ওয়াশিং মেশিন রয়েছে। সেগুলির আয়তনও বিরাট। এক স্থান থেকে অন্যত্র নিয়ে যেতে প্রায় কাল ঘাম ছুটে যায়। তবে সেই চিরাচরিত যন্ত্রটির সবচেয়ে ক্ষুদ্র সংস্করণও তৈরি করে ফেলেছেন ভারতের এক যুবক। সম্ভবত এটিই বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন। 

25 গ্রামের ওয়াশিং মেশিন তৈরি করে তাক লাগালেন ভারতের ছেলে

ইচ্ছে ছিল বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার। তবে ওয়ার্ল্ড  রেকর্ডে নাম না উঠলেও মাত্র 25 গ্রাম ওজনের ওয়াশিং মেশিন বানিয়ে ফেলেছেন কেরালার কাঞ্জিরাপলির সেবিন নামের ওই যুবক। গত এপ্রিলেই এই ক্ষুদ্র যন্ত্রটি তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ডের দাবিদার হয়েছেন তিনি। তবে সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবরে পা দিলেও এখনও পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠেনি তরুণের। 

আরও পড়ুন: ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল iPad Mini 7, দাম সাধ্যের মধ্যেই!

সেবিনের তৈরি ওই অতি ক্ষুদ্র ওয়াশিং মেশিনে কাপড় কাচা থেকে ধোয়া সবই হয়। তার প্রমাণ আগেই এক প্রদর্শনীতে দিয়েছেন ওই তরুণ। অবাক করা এই যন্ত্রটি তৈরি করতে সেবিন প্রথমে তার একটি নকশা তৈরি করেন। যা বানাতে কলিপার নামক এক মাপক যন্ত্র ব্যবহার করতে হয়েছিল তাকে। এরপরই প্রদর্শনী অনুষ্ঠানে নিজের ক্ষুদ্র ওয়াশিং মেশিনটি নিয়ে যান তিনি। সেখানে দেখা যায়, সামান্য গুড়ো সাবান দিয়েই ওই মেশিন জামা কাপড় সুন্দর ভাবে কেচে তা ধুয়ে শুকিয়েও দিচ্ছে। যা দেখে চোখ কপালে ওঠে উপস্থিত দর্শকদের। সব মিলিয়ে, ভারতে তৈরি ক্ষুদ্র ওয়াশিং মেশিনটি প্রদর্শনীতে বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিনের তকমা পেয়ে এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওঠার অপেক্ষায়।

Most Popular